মন খারাপ নয়, আর মাত্র সাড়ে তিনশো দিন পরেই মা আসছেন, রইলো নির্ঘন্ট

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আনন্দ-উৎসব, হৈ-হুল্লোড়ের মধ্যে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব কেটে গেলো দেখতে দেখতে। বিজয়া দশমীর মধ্য দিয়ে মাকে বিদায় দিয়েছেন সকলে। আর এই মাকে বিদায় দেওয়ার মধ্য দিয়েই ভারাক্রান্ত হয়ে পড়েছে মন। সিঁদুর খেলার মধ্য দিয়ে আবার পরের বছরের জন্য অপেক্ষা।

Advertisements

Advertisements

আনন্দের এই দিনগুলি যেমন দেখতে দেখতে কেটে গিয়েছে ঠিক তেমনই অপেক্ষার এক বছরও দেখতে দেখতে কেটে যাবে। তাই মন খারাপ না করে কেবল আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে আর মাত্র সাড়ে তিনশো দিন। কারণ মা আবার আর কিছুদিন পরেই আমাদের কাছে আসবেন।

Advertisements

আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রবিবার মহালয়া। ১ অক্টোবর মহাষষ্ঠী। মহাসপ্তমী পড়েছে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন। মহাসপ্তমীর মধ্য দিয়েই পুজো শুরু। আগামী বছর পুজো শুরু হচ্ছে রবিবার। তবে এই দিন পুজোর শুরু হওয়ায় সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমেছে।

এই বছরের মতো আগামী বছরও পুজো চারদিনের। নির্ঘণ্ট অনুযায়ী মহাষ্টমী পড়েছে ৩ অক্টোবর সোমবার। মহা নবমী পড়েছে ৪ অক্টোবর মঙ্গলবার এবং বিজয়া দশমী পড়েছে ৫ অক্টোবর বুধবার। অন্যদিকে আগামী বছর লক্ষ্মী পুজো পড়েছে ৯ অক্টোবর রবিবার।

Advertisements