নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে এগিয়ে আসছে দুর্গাপুজো (Durga puja 2023)। আর তিন মাসও নেই দুর্গাপুজোয়। ইতিমধ্যেই দুর্গাপুজোর জন্য বিভিন্ন জায়গায় খুঁটিপূজো সেরে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পূজো মণ্ডপগুলি ইতিমধ্যেই তাদের বাজেট তৈরি করে ফেলেছে। বড় বড় পুজো মণ্ডপগুলি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবারের দুর্গা পুজোর জন্য। এরই মধ্যে আবার পুজোর ছুটি কিভাবে কাজে লাগানো যায় সেই প্ল্যানও করতে শুরু করেছেন আপামর বাঙালিরা।
মূলত পুজোর সময় টানা ছুটি থাকার ফলে ভ্রমণপিপাসু বাঙ্গালিরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। যে কারণে পুজোর সময় পাহাড় থেকে সমতল সব জায়গাতেই হোটেল সহ বিভিন্ন ক্ষেত্রে বুকিং নিয়ে টানাটানি লক্ষ্য করা যায়। তবে এর মাঝেও সবকিছু ম্যানেজ করে ঘুরতে যেতে ছাড়েন না অর্থাৎ টানা ছুটি কোনোভাবেই লোকসান করতে চান না বাঙালিরা।
সেই রকম আপনিও যদি পুজোর টানা ছুটিতে কাজে লাগিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে এক্ষুনি দেখে নিন টানা কতদিন আপনি ছুটি পাবেন। এই বছর দুর্গাপুজো গত বছরের তুলনায় বেশ কিছুটা দেরিতে হবে। ২০২৩ সালের দূর্গা পুজোর নির্ঘন্ট অনুযায়ী এবার ১৪ অক্টোবর পড়েছে মহালয়া। তবে মহালয়ার দিন যেমন সরকারি কর্মচারীরা ছুটি পান, ঠিক সেই রকমই দুদিন পর থেকেই শুরু হয়ে যায় পুজোর ছুটি।
দুর্গা পুজো উপলক্ষে এই বছর রাজ্যের সরকারি কর্মচারীরা যে ছুটি পাবেন তার তালিকা আগেই রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশিত সেই তালিকা থেকে জানা যাচ্ছে, এবার ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারীদের দুর্গা পূজার ছুটি। দুর্গাপুজোর চতুর্থী থেকে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি থাকার পর ফের কাজে যোগ দিতে হবে ২৯ অক্টোবর।
দুর্গাপুজোর জন্য রবিবার সহ টানা ১১ দিন ছুটি পাওয়ার পর আবার কালী পুজোতেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর দিয়েছে রাজ্য সরকার। এই বছর কালীপুজো পড়েছে ১২ নভেম্বর অর্থাৎ রবিবার। এই পরিস্থিতিতে পরদিন অর্থাৎ ১৩ এবং ১৪ নভেম্বর কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আবার ১৫ এবং ১৬ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন ও ভাইফোঁটা উপলক্ষে সরকারি ছুটি। অর্থাৎ কালীপুজোতেও হিসাব অনুযায়ী ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। এরপর আবার ১৯-২০ নভেম্বর ছট পুজোর জন্য ছুটি রয়েছে।