Rewards for giving up Smartphone: একমাস স্মার্টফোন ছাড়া থাকলেই ৮ লক্ষ টাকা রোজগার, সুযোগ দিচ্ছে এই সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এর আগে আমরা দেখেছিলাম, কেবলমাত্র ঘুমিয়েই লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়। একটি সংস্থার তরফ থেকে এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রায়ই অধিকাংশ বছরই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন হয়। ঠিক সেই রকমই এবার আরও একটি প্রতিযোগিতার বিষয় সামনে এলো এবং যে প্রতিযোগিতা থেকে আপনি চাইলে ৮ লক্ষ টাকা রোজগার (Rewards) করতে পারেন।

Advertisements

একটি সংস্থার তরফ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে যদি কেউ একমাস মোবাইল ছাড়া (Rewards for giving up Smartphone) থাকতে পারেন তাহলে তিনি এই মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারবেন। ওই সংস্থার তরফ থেকে দেওয়া এমন অফারের সুযোগ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

Advertisements

মোবাইল ব্যবহার বন্ধ করে এক মাস থাকা মানে আবার এমন নয় যে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। সংস্থার তরফ থেকে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন তাদের নির্ধারিত ওই সময় একটি প্রিপেইড সিম কার্ড এবং বেসিক ফিচার ফোন দেওয়া হবে ব্যবহারের জন্য। ওই বেসিক ফোনের মাধ্যমে আপনি জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। আর এই প্রতিযোগিতায় জয়ী হতে পারলেই মিলবে ১০ হাজার মার্কিন ডলার যা ৮ লক্ষ টাকার বেশি।

Advertisements

আরও পড়ুন ? Chain Pulling in Trains: ট্রেনের চেইন টানলে শুধু তিরস্কার নয়, মেলে পুরস্কারও! তবে এই ৬ মুহূর্তে

এমন অভিনব একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমেরিকান একটি সংস্থার তরফ থেকে। ওই সংস্থাটি হলো বিখ্যাত দই সংস্থা, যার নাম হল সিগি। এই সংস্থার তরফ থেকে মূলত এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে করে স্মার্টফোন, টিভি, ল্যাপটপ ইত্যাদির আসক্তি থেকে মানুষকে দূরে সরানো যায়। পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন একজন মানুষ ৫.৪ ঘন্টা সময় ব্যয় করে থাকেন। এইভাবে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের স্বাস্থ্য নিয়ে দিন দিন বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়ানোর জন্য এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অনলাইনে https://hello.siggis.com/digital-detox অথবা এই লিঙ্কে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdM7g8RDOT4qyPomYUWKpMoRDjQs7PLxNuv_7uAgRU_xltM6w/viewform?pli=1 আবেদন জানানো যাবে। আবেদনকারীদের মধ্যে সংস্থার তরফ থেকে ১০ জনকে বেছে নেওয়া হবে যারা এক মাসে এই ডিজিটাল ব্রেক চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবেন।

Advertisements