Chain Pulling in Trains: ট্রেনের চেইন টানলে শুধু তিরস্কার নয়, মেলে পুরস্কারও! তবে এই ৬ মুহূর্তে

Prosun Kanti Das

Published on:

When a passenger is awarded by Railway Authority for pulling alarm chain in Trains: ফোর্স (RPF) জওয়ানরা যাত্রার সময় যাত্রীদেরকে নানান প্রতিরক্ষা বার্তা দিয়ে থাকে এবং স্টেশনগুলিতে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে ট্রেনের মধ্যেকার চেইন টানার (Chain Pulling in Trains) ব্যপারে মানুষকে সচেতন করে থাকে। যেসব স্টেশনে ট্রেন থামে না সেখানে যাত্রীরা প্রায়ই চেইন টেনে নেয় বা তুচ্ছ কারণে চেইন টেনে ট্রেন থামায়। এই কারণেই অবশ্য ট্রেনগুলি দেরিতে চলে এবং যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে দেরি করে।

ট্রেনে অ্যালার্ম চেইন সিস্টেমটি জরুরী পরিস্থিতিতে ট্রেন থামানোর জন্য। চেইনটি তখনই টেনে আনতে হবে যখন ট্রেনে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে এটি টানার কোনো সুনির্দিষ্ট কারণ থাকে। যদি কোনো কারণ ছাড়াই ট্রেনের চেইন টানা হয়, সেক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

কেউ চেইন টানলে (Chain Pulling in Trains) ট্রেন থামে কী করে?

ট্রেনের প্রাথমিক ব্রেকিং পাইপ অ্যালার্ম চেইনের সাথে সংযুক্ত। এই ব্রেকিং পাইপ স্থির বায়ুচাপ বজায় রেখে ট্রেনকে মসৃণভাবে চলতে সাহায্য করে। ব্রেক পাইপে সংগৃহীত বাতাস চেইনটি ধাক্কা দিলে একটি ছোট ভেন্ট দিয়ে বেরিয়ে যায়। বাতাসের চাপ কমে যাওয়ার কারণে ট্রেনের গতি কমে যায়। লোকো পাইলট তাৎক্ষণিকভাবে বায়ুচাপের ক্ষয়ক্ষতি লক্ষ্য করেন এবং ট্রেনটিকে গাইড করা শুরু করেন। কারণ ট্রেনটি ছোট লাইনে যাতায়াত করে, ভারসাম্যহীনতার কারণে লাইনচ্যুত হওয়ার ঝুঁকির কারণে এটিকে চেইন টানার (Chain Pulling in Trains) সাথে সাথে সম্পূর্ণ থামানো যায় না।

কোন কোন কারণে ট্রেনের চেইন টানা যেতে পারে?

১) নিরাপত্তা জরুরী: কোনো কারণে চলন্ত ট্রেনে বোমাতঙ্ক সৃষ্টি হলে বা যাত্রীদের স্বাভাবিক নিরাপত্তা বিঘ্নিত হলে ট্রেনের চেইন টেনে তা থামানো যেতে পারে।

২) প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের ওঠার সুবিধার্থে: অনেক সময় প্রতিবন্ধী বা বয়স্ক যাত্রীরা ভিড় ঠেলে সময়মতো নির্দিষ্ট বগিতে উঠতে পারে না। সেক্ষেত্রে ট্রেনের ভেতরে থাকা কোন যাত্রী ট্রেনের চেইনটি টেনে ট্রেনটিকে পুনরায় থামাতে বাধ্য করতে পারেন, যাতে সে প্রতিবন্ধী যাত্রী তার গন্তব্য স্থানে পৌছানোর জন্য ট্রেনে উঠতে পারে।

৩) ট্রেন থেকে নিচে পড়ে গেলে: বহু মানুষেরই ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে ট্রেনযাত্রা করার অভ্যাস থাকে। এমতাবস্থায় যদি কোন যাত্রী ট্রেন থেকে নিচে পড়ে যায়, তবে তাকে বাঁচাতে ট্রেনটির চেইন টানা যেতে পারে।

) আগুন লাগলে: হঠাৎ করে যদি ট্রেনের কোন বগিতে আগুন লাগে, তবে যাত্রীরা নির্দ্বিধায় ট্রেনের চেইন টানতে পারে।

৫) যাত্রীদের অসুস্থতা: ট্রেন চলাকালীন যদি কোন যাত্রী হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েন বা স্ট্রোক, হার্ট অ্যাটাক এই জাতীয় কোন দূরারোগ্য ব্যাধির সম্মুখীন হন, তবে সে ক্ষেত্রে ট্রেনটির চেইন টেনে থামানো যেতে পারে।

৬) দুষ্ট লোকের আক্রমণ: বেশ কিছু জায়গার দুষ্ট লোক বা চোর-ডাকাতেরা ট্রেনে উঠে লুট করবার ঘটনা শুনে থাকবেন। যদি সেরকম কোন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তো সেই সময় ট্রেনের চেইন টানা যেতে পারে।

তবে যেখানে চেইন টানার ফলে অনেক মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয় তেমন ক্ষেত্রে রেলের তরফ থেকে ওই যাত্রী পুরস্কৃতও করা হয়ে থাকে।