আর চিন্তা নেই! বড়দিনের ছুটিতে এবার সহজেই যাওয়া যাবে দার্জিলিং পুরি, বিশেষ ব্যবস্থা রেলের

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের সবসময় ভ্রমণপিপাসু বলা হয়ে থাকে। তাদের এমন ভ্রমণপিপাসু বলার কারণ হলো হাতে অল্প সময় পেলেই তারা কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। আবার লম্বা ছুটি মিললে তখন তো বলার কিছু নেই! দুর্গা পুজো থেকে শুরু করে কালীপুজো টানা ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন ভ্রমণপিপাসুরা। ঠিক সেই রকমই আবার সামনেই যখন বড়দিন (Christmas Day) তখন ঘুরে বেড়ানোর সুযোগ হাতছাড়া করতে চান না তারা।

আবার ঘুরতে যাওয়ার কথা বললে লক্ষ্য করা যাবে, অধিকাংশ বাঙালিরাই পছন্দ করেন দার্জিলিং, পুরি অথবা দীঘার মত জায়গা। এই তিনটি জায়গার চাহিদা কতটা তা সামনের বড়দিনের সময় ট্রেনের টিকিটের দিকে নজর রাখলেই টের পাওয়া যাবে। বড়দিনের সময় যারা ইতিমধ্যেই টিকিট কেটে রেখেছেন তাদের কোন চিন্তা নেই। কিন্তু এখন যারা টিকিট কাটতে যাচ্ছেন তারা ওয়েটিং লিস্টের লম্বা তালিকা দেখিয়ে রীতিমত মাথায় হাত পড়তে শুরু করেছে। তবে এমন পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব রেল (Eastern Railway) বাড়তি ট্রেনের ঘোষণা করে পর্যটকদের দার্জিলিং পুরি যাওয়ার পথকে অনেক সহজ করল।

বড়দিনের সময় ট্রেনের ব্যাপক চাহিদার দিকে নজর রেখে পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা পুরী একটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা পুরী স্পেশাল ট্রেন চালানো ছাড়াও আরও বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে ভ্রমণ পিপাসুরা সহজেই তাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। শিয়ালদা পুরি ছাড়া আর যে গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে সেটি হল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি।

০৩১০১ শিয়ালদা পুরী স্পেশাল একটি ট্রেনের ঘোষণা করা হয়েছে যেটি আগামী ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পরিষেবা দেবে। প্রতি শনিবার সন্ধ্যা ৭:২০ মিনিটে ট্রেনটি শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি পর দিন ভোর ৪:১৫ মিনিটে পুরি স্টেশনে পৌঁছাবে। অন্যদিকে এই ট্রেনটি ০৩১০২ হিসাবে রবিবার দুপুর ৩:১৫ মিনিটে পুরি থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে এবং শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবে রাত ২টোর সময়।

অন্যদিকে ০৩১০৩ শিয়ালদা নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি রেলের তরফ থেকে আরও কিছুদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো ডিসেম্বর মাস ধরে এই ট্রেনটি চালানো হবে। একই ভাবে ০৩১০৪ নিউ জলপাইগুড়ি শিয়ালদা ট্রেনটিও গোটা ডিসেম্বর মাস চলবে জানা যাচ্ছে রেল সূত্রে। স্পেশাল এই ট্রেনটি শনিবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছায় পরদিন সকাল ১০ঃ৪৫ মিনিটে।

অন্যদিকে ০৩১০৪ নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল ট্রেনটি প্রতি রবিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রেনটি সোমবার রাত ১২:৩০ মিনিটে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায়। রেলে তরফ থেকে বড়দিনের সময় এই দুটি স্পেশাল ট্রেন দেওয়ার ফলে এখন পুরী এবং দার্জিলিং ভ্রমণ অনেকটাই সহজ হল পর্যটকদের জন্য।