Eastern Railways New Rakes: আরও আরামে হবে যাতায়াত! বীরভূমের এই ৪ জোড়া ট্রেনের রেক বদলে দিল পূর্ব রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়। রেলকে এমন আখ্যা দেওয়ার পিছনে রয়েছে প্রতিদিন দেশের কোটি কোটি মানুষের রেল পরিষেবার ওপর নির্ভর থাকা। আর এই কোটি কোটি মানুষদের সুবিধার জন্য রেলের তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা প্রদান করা হচ্ছে। সেই সকল পরিষেবার মধ্যেই এবার ৪ জোড়া ট্রেনের রেক (New Rake) বদলে দিল পূর্ব রেল (Eastern Railway)।

পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে চার জোড়া ট্রেনের রেক বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল ট্রেনগুলি আগে আইসিএফ রেক দিয়ে চালানো হতো। তবে যাত্রীরা যাতে আরও আরাম করে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন তার জন্য ওই সকল আইসিএফ রেকের বদলে এখন চালানো হবে মেমু রেক দিয়ে। আইসিএফ রেকের তুলনায় মেমু রেকে একগুচ্ছ বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা।

যে সকল ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে সেই সকল ট্রেনগুলি হল বর্ধমান-রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, রামপুরহাট-বারহাওরা-রামপুরহাট প্যাসেঞ্জার, রামপুরহাট-জেসিডিহি-রামপুরহাট প্যাসেঞ্জার এবং রামপুরহাট-সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। মেমু রেক চালু করার ফলে এখন যাত্রীরা কি কি সুবিধা পাবেন?

আরও পড়ুন 👉 Spit on Metro Station: পান, গুটখার পিকে লাল হচ্ছে মেট্রো স্টেশন, রেগে লাল কর্তারা, সবক দিতে দিলেন দাওয়াই

নতুন রেক চালানোর ফলে এখন ট্রেনের মধ্যেই থাকবে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আরাম করে বসার জন্য গদি আসন। এছাড়াও ঠেঁস দেওয়ার জন্যও গদি থাকবে। এছাড়াও কামরাগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে এবং কামরায় থাকবে মডিউলার বায়ো টয়লেট। এছাড়াও জিপিএস ভিত্তিক সরাসরি ঘোষণার বন্দোবস্ত থাকবে এই সকল ট্রেনের কামরায়। সবচেয়ে বড় বিষয় হলো, এই ট্রেনগুলি যেমন যাত্রীদের আরাম দেবে ঠিক সেই রকমই পরিবেশ রক্ষাতেও অনেক বড় ভূমিকা পালন করবে।

চার জোড়া ট্রেনের কামরা বদলে দেওয়ার পাশাপাশি ট্রেনগুলির নম্বরও বদলে যাবে বলেই জানা গিয়েছে রেল সূত্রে। আপাতত যে নম্বরে এই ট্রেনগুলি চালানো হচ্ছে সেগুলি হল ০৩০৭৯/০৩০৮০ বর্ধমান-রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, ০৩৪১১/০৩৪১২ রামপুরহাট-বারহাওরা-রামপুরহাট প্যাসেঞ্জার, ০৩০৮১/০৩০৮২ রামপুরহাট-জেসিডিহি-রামপুরহাট প্যাসেঞ্জার এবং ০৩৪০৭/০৩৪০৮ রামপুরহাট-সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার। এই সকল ট্রেনগুলি এখন স্পেশাল ট্রেন হিসাবে চালানো হচ্ছে। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, এগুলির নম্বরও আবার পরিবর্তন হয়ে নতুন নম্বর প্রদান করা হবে। তবে এই সকল রুটে চার জোড়া নতুন রেক পেয়ে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা।