সুখবর, ১০০% প্যাসেঞ্জার ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল, জানালো দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ব রেলের তরফ থেকে ১০০% প্যাসেঞ্জার ট্রেন চালু করার পথে হাঁটা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে। পূর্ব রেলকে ১০০% প্যাসেঞ্জার ট্রেন চালু করার অনুমতি দিয়েছে ভারতীয় রেল বোর্ড। লকডাউনের আগে যেভাবে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চালানো হতো ঠিক সেইভাবেই চালানো হবে বলে জানা যাচ্ছে।

Advertisements

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে তাদের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চালু করার অনুমতি দিয়েছে। তবে একসাথে হয়তো সমস্ত প্যাসেঞ্জার ট্রেন চালানো সম্ভবপর হবে না, তাই ধাপে ধাপে মাত্র কয়েকদিনের মধ্যেই যোগাযোগ মাধ্যমের লাইফলাইন রেল ব্যবস্থাকে ১০০% সচল করা হবে। তবে পূর্ব রেলের তরফ থেকে ছাড়পত্র পেলেও এখনো পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল এই ছাড়পত্র পায়নি বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের সিপিটিএম।

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানা গিয়েছে, হাওড়া শিয়ালদা আসানসোল এবং মালদা ডিভিশনে সাধারণ সময়ে ৩০০টির কাছাকাছি প্যাসেঞ্জার ট্রেন চলে। আর এই সকল ৩০০টি ট্রেনের মধ্যে বর্তমানে ১৩০টি ট্রেন চালানো হচ্ছে বিভিন্ন শাখায়। আর বাকি ১৭০টি ট্রেন পুনরায় চালু করার দিনক্ষণ হিসাবে পূর্ব রেলের তরফ থেকে মনে করা হচ্ছে আগামী ১০ দিনের মধ্যে চালু করে দেওয়া হবে।

[aaroporuntag]
সমস্ত ট্রেন চালু হলে ট্রেনের সংখ্যা বাড়বে আসানসোল থেকে সাঁইথিয়া, বর্ধমান থেকে রামপুরহাট, রামপুরহাট থেকে বারহারোয়া, আজিমগঞ্জ থেকে কাটোয়া, আজিমগঞ্জ থেকে বারহারোয়া, নবদ্বীপ থেকে মালদা, বর্ধমান থেকে সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ থেকে তিনপাহাড়, শিয়ালদা থেকে লালগোলা, আসানসোল থেকে জেসিডি সহ একাধিক রুটে।

Advertisements