পুনরায় চালু হচ্ছে আরও ৯ জোড়া ট্রেন, রইলো তালিকা ও সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে দীর্ঘদিন ট্রেন পরিষেবা ব্যাহত থাকার পর ধীরে ধীরে তা স্বাভাবিকের পথে। ধীরে ধীরে পুনরায় চালু হচ্ছে একাধিক রুটে প্রয়োজনীয় ট্রেনগুলি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই হুল এক্সপ্রেস সহ আহমেদপুর কাটোয়া এবং আরও একাধিক রুটে পুনরায় ট্রেন পরিষেবা চালু করার পর আগামীকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে আরও একাধিক ট্রেন পুনরায় চালু করার পথে হাঁটছে পূর্ব রেল। ধাপে ধাপে ৯ জোড়া ট্রেনের চাকা পুনরায় গড়াতে চলেছে।

৯ জোড়া ট্রেনের নাম ও সময়সূচী

১) ৩৫০১৭/৩৫০১৮ বর্ধমান-কাটোয়া-বর্ধমান ইএমইউ লোকাল : ৪ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে বর্ধমান-কাটোয়া-বর্ধমান ইএমইউ লোকাল। বর্ধমান থেকে প্রতিদিন দুপুর ২ টোয় ট্রেনটি ছাড়বে। বলগোনায় পৌঁছাবে দুপুর ২ টো ৩১ মিনিটে। আর কাটোয়ায় পৌঁছাবে দুপুর ৩ টে ২০ মিনিট। ফেরার পথে বিকেল ৪ টের সময় কাটোয়া থেকে ছাড়বে ট্রেন। বলগোনায় পৌঁছাবে বিকেল ৪ টে ৩৫ মিনিটে। বর্ধমানে ঢুকবে বিকেল ৫ টা ২০ মিনিটে।

২) ০৩১১৭/০৩১১৮ কলকাতা-লালগোলা-কলকাতা স্পেশাল ট্রেন : আগামী রবিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি কলকাতা-লালগোলা ট্রেন চলবে। ট্রেনটি চলবে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। ওই দিনগুলিতে কলকাতা থেকে বিকেল ৪ টে ১০ মিনিটে ট্রেন ছাড়বে। লালগোলায় পৌঁছাবে রাত ৮ টা ৫০ মিনিটে।

ফেরার সময় লালগোলা থেকে প্রতি সপ্তাহে চলবে সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার চলবে। লালগোলা থেকে সকাল ৭ টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে। কলকাতা স্টেশনে পৌঁছাবে সকাল ১১ টা ৩৫ মিনিটে।

যাত্রাপথে স্টপেজ রয়েছে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি জংশন, বেথুয়াডহরি, বেলডাঙা, পলাশি, মুর্শিদাবাদ, বহরমপুর কোর্ট, জিয়াগঞ্জ।

৩) ০৩১৮৭/০৩১৮৮ শিয়ালদহ-রামপুরহাট-শিয়ালদহ স্পেশাল ট্রেন : ৬ ফেব্রুয়ারি শনিবার থেকে প্রতিদিন এই বিশেষ ট্রেনটি চলবে। প্রতিদিন সকাল ৭ টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে। রামপুরহাটে পৌঁছাবে বেলা ১২ টা ১৫ মিনিটে। ফেরার সময় দুপুর ২ টো ৫ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে এবং শিয়ালদহ পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে।

৪) ০৩১৪৭/০৩১৩৮ শিয়ালদহ-বামনহাট-শিয়ালদহ স্পেশাল : প্রতিদিন শিয়ালদহ থেকে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়বে। রামপুরহাট হয়ে বামনহাট পৌঁছাবে ট্রেনটি রাত্রি ১১ টা ২০ তে।

ফেরার সময় বামনহাট থেকে ট্রেনটি ছাড়বে রাত্রি ১১ টা ৪৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে ভোর ৫ টা ১৫ মিনিটে।

৫) ০৩১৪৯/০৩১৫০ শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন-শিয়ালদহ স্পেশাল : প্রতিদিন চলবে এই স্পেশাল ট্রেনটি। শিয়ালদাহ থেকে ছাড়া হবে রাত্রি ১০ টা ৩৫ মিনিটে। বর্ধমান, রামপুরহাট, মালদা টাউন, শিলিগুড়ি জংশন হয়ে ট্রেনটি আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে পরদিন দুপুর ১২:৩০ মিনিটে। আলিপুরদুয়ার জংশন থেকে ছাড়বে দুপুর ৩ টে ১৫ মিনিটে। শিয়ালদাহ পৌঁছাবে পরদিন সকাল ৮ টা ২০ মিনিটে।

৬) ০২২৬১/০২২৬২ কলকাতা-হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট : ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ৯ টা ০৫ মিনিটে। রামপুরহাট হয়ে হলদিবাড়ি পৌঁছাবে রাত্রি ৮ টা ২০ মিনিটে। হলদিবাড়ি থেকে ছাড়বে পরদিন সকাল ৮ টা ৩০ মিনিটে। কলকাতা পৌঁছাবে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।

৭) ৬৩৫০৫/৬৩৫০৮ বর্ধমান-আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার পুনরায় চালু হচ্ছে আগামীকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে।

৮) ৬৩৫২৫/৬৩৫২০ বর্ধমান-আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার পুনরায় চালু হচ্ছে আগামীকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে।

৯) ৬৩৫১৫/৬৩৫১৮ বর্ধমান-আসানসোল-বর্ধমান মেমু প্যাসেঞ্জার পুনরায় চালু হচ্ছে আগামীকাল অর্থাৎ ৪ ফেব্রুয়ারি থেকে।