Indian Railways brings new surprises for Puja: সাধারণত পুজোর ছুটিতে যাত্রীদের ভিড় বৃদ্ধি পায়। বেশিরভাগ মানুষ এই সময়টাকে কাজে লাগায় ঘুরতে যাবার জন্য। সেই কারণে উত্তর-পূর্ব রেল নিয়ে আসলো ভারতের যাত্রীদের জন্য বড় খবর (Eastern Railway Update)। শুধুমাত্র পুজোর জন্যই কলকাতা থেকে চালানো হবে তিন তিনটি স্পেশাল ট্রেন। ট্রেনগুলো চলবে চলতি বছরের জুলাই মাস থেকেই একেবারে পুজো পর্যন্ত। ফলে সহজেই পুজোর যাত্রীদের ভিড় এই ট্রেনগুলো সামলাতে পারবে। একটি বিজ্ঞপ্তি দ্বারা এই বিষয়টি প্রকাশ্যে এনেছে।
ভারতীয় রেল (Eastern Railway Update) জানিয়েছে যে, যাত্রীদের সুবিধার জন্যই কলকাতা থেকে গুয়াহাটি, আগরতলা ও শিলচরের উদ্দেশে পুজো স্পেশাল 3টি ট্রেন চালানো হবে। ট্রেনগুলো কবে থেকে চলবে সেটাও রেলের তরফে জানানো হয়েছে। যেমন 02518 গুয়াহাটি-কলকাতা স্পেশাল ট্রেন ১৫ ই জুলাই, ২০২৩ থেকে ২৮ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত চলবে। প্রত্যেক শনিবার ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে। এছাড়া, কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেন 02517 কলকাতা-গুয়াহাটি স্পেশাল ট্রেন প্রতি বৃহস্পতিবার ১৩ ই জুলাই, ২০২৩ থেকে ২৬ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত কলকাতা স্টেশন থেকে ছাড়বে।
এছাড়াও চলবে 05639 শিলচর-কলকাতা স্পেশাল ট্রেন। এই ট্রেনটি চলবে প্রতি বৃহস্পতিবার ২০ শে জুলাই, ২০২৩ থেকে ২৬ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত। পাশাপাশি 05640 কলকাতা-শিলচর স্পেশাল ট্রেন চালানো হবে ২১ শে জুলাই, ২০২৩ থেকে ২৭ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত। পূর্ব রেল (Eastern Railway Update) জানিয়েছে যে, প্রতি শুক্রবার এই ট্রেনটি চলবে।
যাত্রীদের জন্য স্পেশাল ট্রেন (Eastern Railway Update) দেওয়া হয়েছে আগরতলা যাওয়ার ও ফেরার জন্য। আগরতলা থেকে স্পেশাল ট্রেনটি চলাচল করবে ১২ ই জুলাই, ২০২৩ থেকে ২৫ শে অক্টোবর, ২০২৩ পর্যন্ত। এই স্পেশাল ট্রেন চলবে প্রতি বুধবার করে। আর কলকাতা থেকে আগরতলা যাওয়ার স্পেশাল ট্রেন প্রতি রবিবার করে চালানো হবে। এটি ১৬ ই জুলাই, ২০২৩ থেকে চলবে ২৯ শে অক্টোবর, পর্যন্ত।
উত্তর পূর্ব রেল এই ব্যাপারে জানিয়েছে যে, এই স্পেশাল ট্রেনগুলো যেমন কলকাতা-গুয়াহাটি, কলকাতা-আগরতলা, কলকাতা-শিলচর এক্সপ্রেস ট্রেনের বুকিং ৬ জুলাই, ২০২৩ তারিখ থেকে শুরু করা হয়েছে। স্পেশাল ট্রেনের জন্য মেল কিংবা এক্সপ্রেস এর ভাড়ার উপর স্পেশাল চার্জ ধার্য করা হবে। একটি বিষয় মাথায় রাখতে হবে যে, এই তিনটি স্পেশাল ট্রেনের ক্ষেত্রে কোনও তৎকাল সুবিধা উপলব্ধ থাকবে না এবং বুকিং সংক্রান্ত কোনও বিষয়ে ছাড় পাওয়া যাবে না। এবছর দুর্গা পুজো শুরু হচ্ছে ২০ শে অক্টোবর, থেকে দশমী পড়েছে ২৪ শে অক্টোবর। যাত্রী সুবিধার্থে পুজোর জন্য রেলের এই নতুন চমক।