কালী পুজোয় ৯ স্পেশাল লোকাল ট্রেন, চলবে এই ৯ রুটে, দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোয় যেমন রাজ্য এবং দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় উপচে পড়েছিল সাধারণ মানুষদের ভিড়, কালী পুজোতেও সেই রকমই ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। তবে কালীপুজোর (Kali Puja) ক্ষেত্রে কলকাতার পরিবর্তে পার্শ্ববর্তী বেশ কিছু যে এলাকায় ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। যেমন বারাসাতের কালী পুজো বিখ্যাত, ঠিক সেই রকমই বিখ্যাত নৈহাটির কালী পুজো। এই সকল বিখ্যাত বিখ্যাত কালীপুজোর কথা মাথায় রেখে এবার পূর্ব রেলের ( Eastern Railway) তরফ থেকে বাড়তি স্পেশাল লোকাল ট্রেনের (Special Local Train) ঘোষণা করা হলো।

Advertisements

শিয়ালদা বারাসাত শিয়ালদা এক জোড়া স্পেশাল লোকাল ট্রেন : শিয়ালদা থেকে ছাড়বে রাত ১২ টা ১০ মিনিটে এবং বারাসাত থেকে ছাড়বে রাত ১ টা ১০ মিনিটে। এছাড়াও আরও একজোড়া স্পেশাল ট্রেন রাখা হয়েছে বারাসাতের জন্য।

Advertisements

শিয়ালদা রানাঘাট শিয়ালদা স্পেশাল লোকাল ট্রেন : কালী পুজো উপলক্ষে একজোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২ টা ৪০ মিনিটে। অন্যদিকে রানাঘাট থেকে এই স্পেশাল ট্রেনটি ছাড়বে রাত ১১ঃ৪৫ মিনিটে। নৈহাটির জন্য স্পেশাল কোন ট্রেন দেওয়া না হলেও এই ট্রেনটি নৈহাটির উপর দিয়ে যাবে। সুতরাং এই ট্রেনেই যাত্রীরা নৈহাটি যাতায়াত করতে পারবেন।

Advertisements

শিয়ালদা বারুইপুর শিয়ালদা স্টেশন লোকাল ট্রেন : এই রুটে তিনটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে কালীপুজোয়। যার মধ্যে একটি শিয়ালদা থেকে ছাড়বে বিকাল ৫:৩৫ মিনিটে এবং আরেকটি ছাড়বে রাত ১২:৩০ মিনিটে। অন্যদিকে বারুইপুর থেকে একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত ১:২৫ মিনিটে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এমনিতে রবিবার যে সকল ট্রেন যাতায়াত করে রুটিন মাফিক সে রকমই যাতায়াত করবে। তবে যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে এই সকল স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। স্পেশাল ট্রেনগুলিতে পুজো দেখতে আসা যাত্রীরা সুবিধা পাবেন।

Advertisements