বাংলাএক্সপি ডেস্কঃ হাতে মাত্র আর একদিন তারপরেই কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। আগামী সোমবার ২ সেপ্টেম্বর ধুমধাম করে পালিত হবে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো। আর এই কৌশিকী অমাবস্যায় সবচেয়ে বেশি ভক্তদের ভিড় জমতে দেখা যায় তারাপীঠে। তারা মায়ের পুজো করে, সাধনা করে সিদ্ধি লাভের আশায় দেশ দেশান্তর থেকে ভক্তরা কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আসেন। আর এই আগত ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন (Kaushiki Amavasya Special Train) যাওয়ার ঘোষণা করা হলো।
কৌশিকী অমাবস্যায় দূর দূরান্ত থেকে আসা ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক বছরই স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এই বছর কৌশিকী অমাবস্যার ঠিক দিন দুয়েক আগে পূর্ব রেলের তরফ থেকে স্পেশাল ট্রেনগুলির ঘোষণা করা হয়েছে। যে সকল ট্রেনে চড়ে খুব সহজেই তারা মায়ের পুজো দিয়ে ফিরে যাওয়া যাবে।
এমনিতেও রামপুরহাট লাইনে অনেক ট্রেন রয়েছে। তবে কৌশিকী অমাবস্যায় দেখা যায় সেই সকল ট্রেনে যাত্রী সংখ্যা উপচে পড়তে। এরই পরিপ্রেক্ষিতে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে প্রতিবছরই স্পেশাল ট্রেনের জন্য রেলের কাছে আবেদন জানানো হয়। রেল প্রত্যেক বছরই সেই আবেদন রেখে হাওড়া থেকে স্পেশাল ট্রেন দিয়ে থাকে।
আরও পড়ুন : Tara Maa of Tarapeeth: সুরা থেকে আমিষ! কৌশিকী অমাবস্যায় তারাপীঠের তারা মায়ের ভোগে কি থাকে না!
চলতি বছর কৌশিকি অমাবস্যা উপলক্ষে যে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে সেগুলি চলবে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন দিনের জন্য। স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত যাতায়াত করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ওই সকল স্পেশাল ট্রেনের সময়সূচী।
কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া থেকে একটি স্পেশাল ট্রেন ভোর ৫:৪৫ মিনিটে ছাড়বে এবং ওই ট্রেনটি রামপুরহাট এসে পৌঁছাবে সকাল ৯ঃ৫০ মিনিটে। অন্যদিকে রামপুরহাট থেকে একটি স্পেশাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে সকাল ১১:৩২ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে বিকেল ৩:৫৫ মিনিটে। যাত্রাপথে ট্রেন দুটি হাওড়া ও রামপুরহাট স্টেশন ছাড়াও স্টপেজ দেবে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়া স্টেশনে। এই ট্রেনে কোনরকম রিজার্ভেশনের ব্যবস্থা নেই। শুধুমাত্র সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ নিয়ে ট্রেনটি এক জায়গা থেকে অন্য জায়গা সফর করবে।