নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে পূর্ব রেলকে তাদের ১০০% প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু করার অনুমোদন দিয়েছে। সেই অনুমোদন মত ধাপে ধাপে পুনরায় চালু হচ্ছে একাধিক মেমু প্যাসেঞ্জার ট্রেন। কোনো কোনটি ইতিমধ্যেই চালু হয়ে গেছে। লকডাউনের পর থেকে প্রায় এক বছরের কাছাকাছি এই সকল ট্রেনগুলি বন্ধ থাকার পর আবারও তাদের চাকা গড়াচ্ছে।
দু’দিন আগেই পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল অন্ডাল থেকে সাঁইথিয়া ও সাঁইথিয়া থেকে অন্ডাল এবং অন্ডাল থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে অন্ডাল দু’জোড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন পুনরায় চালু হচ্ছে। ঠিক একইভাবে আসানসোল-দুর্গাপুর-বর্ধমান শাখা সহ আরও একাধিক রুটে প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে।
ট্রেনের রুট ও সময়সূচী
৬৩৫০৬ আসানসোল থেকে বর্ধমান প্যাসেঞ্জার : ভোর ৪:৫৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে।
৬৩৫০৭ বর্ধমান থেকে আসানসোল প্যাসেঞ্জার : ভোর ৫:১৮ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে।
৬৩৫২২ আসানসোল থেকে বর্ধমান প্যাসেঞ্জার : বিকেল ৪:১০ মিনিটে আসানসোল থেকে ছাড়বে।
৬৩৫০৯ বর্ধমান থেকে আসানসোল প্যাসেঞ্জার : সকাল ৭:৩০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে।
৬৩৫২৮ আসানসোল থেকে দুর্গাপুর প্যাসেঞ্জার : রাত ৮:২৫ মিনিটে আসানসোল থেকে ছাড়বে।
৬৩৫২৭ দুর্গাপুর থেকে আসানসোল প্যাসেঞ্জার : রাত ১০:২৫ মিনিটে দুর্গাপুর থেকে ছাড়বে।
[aaroporuntag]
এছাড়াও আরও একাধিক প্যাসেঞ্জার ট্রেন চালু হতে চলেছে দীর্ঘ লকডাউন সময়ের পর। আর বর্তমানে পূর্ব রেলের তরফ থেকে এমন পদক্ষেপের ফলে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।