নিজস্ব প্রতিবেদন : ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের (TMC Sahid Diwas) দিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা এসে হাজির হন তিলোত্তমার বুকে। ধর্মতলা অর্থাৎ যেখানে প্রতিবছর একুশের শহীদ দিবসের সভা করা হয় সেখানে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়। তবে এরই মধ্যে অনেকেই রয়েছেন যারা সময়ে পৌঁছাতে না পেরে ধর্মতলাতে ঢুকতেই পারেননি।
অনেকেই রয়েছেন যারা সময়ে পৌঁছাতে না পেরে ধর্ম তলায় ঢুকতে পারেননি আবার অনেক মানুষ রয়েছেন যাদের উদ্দেশ্য মোটেই শহীদ স্মরণের সভা নয়, বরং কলকাতা ঘোরা। কারণ সেই সকল মানুষগুলির সঙ্গে কথা বললে শুধু একটি উত্তর পাওয়া যাচ্ছিল, ‘একুশে জুলাই মানে সব ফ্রি’। আর এসবের পরিপ্রেক্ষিতেই তাদের একাংশ গাড়ি ঘুরিয়ে চলে যান ইকোপার্ক থেকে ইডেন বিভিন্ন জায়গা। রীতিমতো সেই সকল জায়গায় তাদের দাপিয়ে বেড়াতে দেখা যায়।
তৃণমূল কর্মী সমর্থকদের ইকোপার্ক থেকে শুরু করে ইডেন সহ বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ানোর ভিডিও বিভিন্ন চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেই সকল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইকোপার্কের নিরাপত্তারক্ষীদের। আবার হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইকোপার্কের পাঁচিল টপকে, নিরাপত্তারক্ষীদের ধাক্কা দিয়ে পার্কে ঢুকে পড়েন।
তবে শুধু বিনা টিকিটে, পাঁচিল টপকে, নিরাপত্তা রক্ষীদের ধাক্কা দিয়েই তৃণমূল কর্মী সমর্থকদের সবাই পার্কের ভিতর ঢুকে পড়েন এমন নয়। এমনও কিছু তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন যারা টিকিট কেটে লম্বা লাইনে দাঁড়িয়েও ইকোপার্কে প্রবেশ করেন। তবে এই তৃণমূল কর্মী সমর্থকদের যে উদ্দেশ্য নিয়ে ধর্মতলায় আসা সেই উদ্দেশ্য কতটা সার্থক তা নিয়েও প্রশ্ন উঠছে।
শহীদ দিবসে কলকাতায় এসে ইকোপার্ক সহ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের বড় সংখ্যার মানুষকে বলতে শোনা যায়, আজ শহীদ দিবস তাই দিদি সব ফ্রি করে দিয়েছেন। ইকোপার্কে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি বহু তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যায় কলকাতার বুকে রীতিমত পিকনিকের মেজাজে খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা করতে। যদিও এই সকল ছবির এই বছর নতুন কিছু নয়, বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে।