Shashi Tharoor: কথায় কথায় ইংরেজি, কত নম্বর পেয়েছিলেন শশী থারুর, মার্কশিট দেখলে আপনিও লজ্জা পাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Shashi Tharoor’s educational qualifications will surprise you: কংগ্রেসের তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর (Shashi Tharoor) সম্প্রতি পা রাখলেন উনসত্তরে। বিতর্ক সভাই হোক বা মঞ্চের কোন ভাষন বা সাংসদের বক্তব্য সবেতেই দক্ষ শশী থারুর। কঠিন কঠিন ইংরেজি শব্দ বলতে তার কোনো অসুবিধা হয় না বরং শব্দ নিয়ে খেলতেই ভালোবাসেন তিনি। এক কথায় বলা ভালো যে, তার দল কংগ্রেসের অন্যতম শিক্ষিত নেতা তিনি।

Advertisements

সামনেই লোকসভা ভোট সেখানে কংগ্রেসের ৩৯ জন প্রার্থীর মধ্যে অন্যতম শশী থারুর (Shashi Tharoor) এইবারও তিরুঅনন্তপুরম থেকেই ভোটে দাঁড়িয়েছেন। ভারতীয় রাজনীতির প্রথম সারির নেতা শশী থারুর ২০০৯ সাল থেকে কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদ পদে রয়েছেন। রাজনীতি, কূটনীতি, লেখনী, আন্তর্জাতিক সিভিল সার্ভিস সবেতেই তার বুদ্ধির তুলনা নেই। ২০২৪ এর লোকসভা ভোটের রেজাল্ট কি হবে কোন দল জিতবে এইসব নিয়ে কাঁটা ছেঁড়ার মাঝখানে কংগ্রেসের “এলিট” নেতার মার্কশিট নেট মহলে সারা ফেলে দিয়েছে।

Advertisements

শশী থারুর (Shashi Tharoor) একবার বলেছিলেন তিনি ছোট বেলায় পরীক্ষা দিতে খুব ভালবাসতেন। তার প্রমাণ রয়েছে তাঁর স্কুল জীবনের মার্কশিটে। লন্ডনে জন্মগ্রহণ করলেও তার স্কুল জীবন কেটেছে ভারতেই। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র ছিলেন। তাঁর সহপাঠী ছিলেন অভিনেত্রী মুনমুন সেনের স্বামী। তাঁর ৬৮ তম জন্মদিনে তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্কুল জীবনের একটি মার্কশিটের ছবি শেয়ার করেন আর সেই ছবি দেখে চক্ষু জরক গাছ নেটিজেনদের।

Advertisements

আরও পড়ুন ? সংসদে দাঁড়িয়ে আজেবাজে ভাষার ব্যবহার মহুয়া মৈত্রের, ভিডিও দেখলে লজ্জা লাগবে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সেই মার্কশিট অনুযায়ী মোরাল সাইন্সে তিনি পেয়েছিলেন ৪০০ এর মধ্যে ৩৩৪, আর ইংরেজি সাহিত্যে ৪০০ এর মধ্যে ৩৩৮, ইংরেজি ভাষায় ৮০০ এর মধ্যে ৬১৪, ইতিহাসে ৪০০ এর মধ্যে ২০৮, কমার্শিয়াল স্টাডিজে ৬০০ এর মধ্যে ৪৫০, জেনারেল সাইন্সে ৪০০ এর মধ্যে ৩৩৩ আর ইলোকিউশনে ২৪৮ পেয়েছিলেন তিনি। স্কুলের সেকশন বি এর ছাত্র শশী থারুকে জেনারেল প্রোএফিসিয়েন্সিতে প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়।

কঠিন কঠিন ইংরেজি শব্দ ঝরঝরে উচ্চারণের বলার জন্য ও তার যথার্থ প্রয়োগের জন্য শশী থারুরকে (Shashi Tharoor) অক্সফোর্ড ডিকশনারির সাথে তুলনা করে থাকেন নেটিজেনরা। তার বলা শব্দগুলো শোনার পরই অক্সফোর্ড ডিকশনারিতে পুনঃ মুদ্রণ হয় বলে দাবি তাঁর অনুগামীদের। তবে তাঁর মতে তিনি এই ইংরেজী শিখেছেন তার ছাত্র জীবনেই। তিনি সেন্ট স্টিফেন কলেজের ছাত্র ছিলেন। কঠিন ইংরেজি ভাষা ব্যবহার নিয়ে তিনি বলেন “৫০ বছর আগের কথা। কলেজ জীবনে সহপাঠীরা খুব ভাল ইংরেজি বলত। কলেজের ডিবেটে আমি যে ধরনের ইংরেজি শব্দ ব্যবহার করতাম এখন সংসদের ভাষণেও সেই শব্দই ব্যবহার করি। এটা আমার কাছে নতুন কিছু নয়। এতে অবাক হবার কিছু নেই।“

Advertisements