Government Employees Holiday: সরকারি কর্মীদের ছুটি নয়া ঘোষণা, সুবিধা বাড়িয়ে দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) খুশি করতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘোষণা করে থাকে। বিশেষ করে যখন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের DA বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত, সেই সময় রাজ্য সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন নতুন ঘোষণা বেশ উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি (Government Employees Holiday) নিয়ে নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা ছাড়াও বেসরকারি কর্মচারীদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে। যদিও বেসরকারি কর্মচারীদের জন্য এই বিষয়টি নিয়ে শ্রম দপ্তরের তরফ থেকে আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানানো হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য ছুটি নিয়ে যে ঘোষণা করা হয়েছে তা মূলত সামনের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এক্ষেত্রে বলা হয়েছে, যে সকল কেন্দ্রে যেদিন লোকসভা নির্বাচন রয়েছে সেই সকল কেন্দ্রের সরকারি ও বেসরকারি কর্মচারীরা সবেতন ছুটি পাবেন। ভোটের দিন ছুটির পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বাড়তি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে।

আরও পড়ুন 👉 WB Lok Sabha Election Opinion Poll: হারের মুখ দেখতে পারে ইউসুফ থেকে দিলীপ! ভোটের আগেই ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী জনমত সমীক্ষার

পশ্চিমবঙ্গে মোট সাত দফায় ভোট গ্রহণ করা হবে আর তার নিরিখে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে ১৩ মে, ২০ মে ২৫ মে এবং ১ জুন যে সকল কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে সেই সকল কেন্দ্রের সরকারি ও বেসরকারি কর্মচারীরা ওই দিনগুলিতে ছুটি পাবেন। স্বাভাবিকভাবেই ওই দিনগুলিতে অফিস কাছারি সব বন্ধ থাকবে যে সকল কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। এছাড়াও যে সকল স্কুল কেন্দ্র ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেই সকল স্কুলগুলি ভোটের আগের দিন ছুটি থাকবে।

এর পাশাপাশি সরকারি কর্মচারীদের সুবিধার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন ভোট কর্মীকে নির্বাচনের কাজের জন্য গভীর রাত পর্যন্ত সময় দিতে হয় তাহলে তিনি পরের দিন স্পেশাল ছুটি পাবেন। এছাড়াও যদি কোন কেন্দ্রের কোন বুথে পুনর্নির্বাচন হয় সেই ক্ষেত্রেও সরকারি কর্মচারীরা ছুটি পাবেন এবং যে কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে সেখানেও স্কুল ছুটি দেওয়া হবে।