Electric Auto Rikshaw : ভারতের বাজারে বৈদ্যুতিক ব্যাটারিচালিত দু চাকার চাহিদা বাড়ছে হু হু করে। ভারতের রাস্তায় বৈদ্যুতিক ব্যাটারি চালিত চারচাকা গাড়ি, বাসও নেমেছে। আর এবার ভারতবাসী অন্যতম পছন্দের গণমাধ্যম তিন চাকাতেও আসছে গ্রীন এনার্জি। অর্থাৎ ব্যাটারিচালিত অটো রিক্সা এবার ভারতের বাজার কাঁপাতে আসছে। ভারতের বাজারে ইতিমধ্যেই একটি সংস্থা দুটি ভেরিয়েন্টে এই অটো রিক্সা লঞ্চ করেছে।
এবার ডিজেল, সিএনজি অতীত হতে চলেছে। ভারতবাসীর জনপ্রিয় যান অটো রিকশা এবার গ্রীন এনার্জিতে চলবে। বাজারে সম্প্রতি নতুন ইলেকট্রিক তিন চাকা লঞ্চ করেছে ওমেগা সেইকি মোবিলিটি। এই সংস্থা এদিন নতুন ইলেকট্রিক রিকশা OSM Smart City লঞ্চ করেছে। দুটি ভেরিয়ান্টে এই ইলেকট্রিক অটোরিকশা বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। সোয়াপ করা যাবে এমন ব্যাটারি দেওয়া হয়েছে ইলেকট্রিক অটোগুলিতে।
কি বৈশিষ্ট্য রয়েছে এই অটোগুলিতে? সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, থ্রি প্লাস ওয়ান মডেল এই অটোগুলি তৈরি করা হয়েছে। অর্থাৎ চালক ছাড়া তিনজন যাত্রী বসতে পারবেন। ৪৮ ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে এই অটোগুলিতে। ইলেকট্রিক অটোগুলিতে দেওয়া হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা সর্বাধিক ৯.৫৫ কিলোওয়াট শক্তি এবং ৪৩০ এনএম টর্ক তৈরি করতে পারবে।
সংস্থার তরফ থেকে স্ট্রিম সিটি এবং স্ট্রিম সিটি 8.5 নামে দুটি মডেল লঞ্চ করা হয়েছে সংস্থা তরফ থেকে বলা হয়েছে স্ট্রিম সিটি ফুল চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে এবং স্ট্রিমসিটি এইট পয়েন্ট ফাইভ ফুল চার্জের দিতে পারবে ১১৭ কিলোমিটার রেঞ্জ দুটি রিক্সার সর্বোচ্চ গতি কবে ৪৮ কিমি প্রতি ঘন্টা।
গুরুত্বপূর্ণভাবে এই রিক্সা গুলিতে উন্নত মানের সাসপেনশন অর্থাৎ শক অ্যাবসর্ভার দেওয়া হয়েছে। যার ফলে চালকদের অনেক সুবিধা হবে। পাশাপাশি সওয়ার হওয়া যাত্রীদেরও কোনও অসুবিধা হবে না। এই ইলেকট্রিক রিক্সা গুলি চার্জ দেওয়ার জন্য বাড়িতেই চার্জিং সেটআপ করা যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
পণ্য পরিবহণের পাশাপাশি যাত্রীবাহী যানবাহন হিসাবেও ব্যবহার করা হবে এই ইলেকট্রিক রিকশা। ভারতে ইলেকট্রিক তিন চাকার দাম রাখা হয়েছে স্ট্রিম সিটি (সোয়াপেবেল ব্যাটারি পাওয়া যাবে) যার দাম ১.৮৫ লাখ টাকা (এক্স-শোরুম) এবং ফিল্ম সিটি ৮.৫ (ফিক্সড ব্যাটারি) এটির দাম ৩.০১ লাখ টাকা (এক্স-শোরুম)।