সাহারা কর্তা প্রয়াত হলেও ফেরত মিলবে আটকে থাকা টাকা! এই পদ্ধতি করবে কামাল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ প্রয়াত হন সাহারা গ্রুপের (Sahara Group) কর্ণধার সুব্রত রায় (Subrata Roy)। দীর্ঘদিন ধরেই তিনি নানান রোগব্যাধিতে ভুগছিলেন এবং এর পরই মঙ্গলবার রাতে কার্ডিয়াক অ্যাটাকে তার মৃত্যু হয়। সাহারা কর্তার মৃত্যুর পর বুধবার সকাল থেকেই এক সময় সাহারায় বিনিয়োগ করা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তাহলে কি আর তাদের জমানো টাকা ফেরত পাওয়া যাবে না?

সাহারায় জমা রাখা মরে যাওয়া টাকা ফেরত মিলবে আগের মতই। তাতে সাহারা কর্তা সুব্রত রায় পরলোক গমন করলেও কোন অসুবিধে নেই। কারণ সাহারায় বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য মাস কয়েক আগেই একটি রিফান্ড পোর্টাল লঞ্চ করা হয়েছে। এই পোর্টাল লঞ্চ করার সময়ই দাবি করা হয়েছিল, এই ব্যবস্থার ফলে দেশের ৪ কোটি মানুষ উপকৃত হবেন। ৫ হাজার কোটি টাকা ফেরত পাবেন সাহারাই বিনিয়োগকারীরা।

সাহারা গ্রুপের তরফ থেকে এই পাঁচ হাজার কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল চলতি বছরের শুরুর দিকে। মূলত বিচারাধীন একটি মামলার পরিপ্রেক্ষিতেই এই টাকা জমা দেওয়া হয়েছিল। এই বিপুল পরিমাণ টাকা পরে কেন্দ্র সরকারকে দায়িত্ব দেওয়া হয় সাহারায় বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য। এরপরই কেন্দ্র সরকার পোর্টাল লঞ্চ করে আবেদনের ভিত্তিতে মাত্র ৪৫ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।

এই টাকা ফেরত পাবেন সেই সকল বিনিয়োগকারীরা যাদের পলিসি ম্যাচিওর হয়ে গিয়েছে অথচ তারা টাকা পাননি। যে সকল বিনিয়োগকারীরা সাহারা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারায়ণ ইউনিভার্সাল মাল্টিপারপস সোসাইটি লিমিটেড, হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ও স্টার মাল্টিপারপস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে বিনিয়োগ করেছিলেন তারা টাকা ফেরত পাবেন।

টাকা ফেরত পাওয়ার জন্য বিনিয়োগকারীদের https://mocrefund.crcs.gov.in/# ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা Depositor Registration অপশনটি বেছে নিতে হবে। এরপর দিতে হবে আধার নম্বর এবং আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। সঠিকভাবে এই দুটি শর্ত পূরণ করে Get OTP অপশনে ক্লিক করতে হবে। ওটিপি এলে সেটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর Depositor Login অপশন বেছে নিয়ে সেখানে লগইন করতে হবে। এরপর আবার আধার নম্বর দিতে হবে এবং যে সকল শর্ত দেওয়া হবে তার উপর টিক দিতে হবে। সেই শর্তে টিক দেওয়ার পর আধারের যে সকল বিবরণ রয়েছে তা দেখানো হবে। এরপর টাকা ফেরত পাওয়ার জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলি আপলোড করতে হবে। এরপর নিজের সই জমা করতে হবে। এই সকল জমা হওয়ার পর ৩০ দিনের মধ্যে আপনার আবেদন যাচাই করা হবে এবং ৪৫ দিনের মধ্যে প্রাপ্য টাকা ফেরত দেওয়া হবে।