Every citizen of the state will benefit from the government’s new plan regarding ration cards: নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে যে সমস্ত নথীপত্রগুলিকে মান্যতা দেওয়া হয়, তার মধ্যে অন্যতম হলো রেশন কার্ড (Ration card)। সাধারণত রাজ্য সরকারের তরফ থেকে পরিবার পিছু প্রতিটি সদস্যের জন্য এই কার্ড প্রদান করা হয়। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী, ভর্তুকি যুক্ত খাদ্য সংগ্রহের ক্ষেত্রে যোগ্যতার মানদন্ড হল এই রেশন কার্ডগুলি। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই রেশন কার্ডের সাহায্যে রেশন অর্থাৎ ভর্তুকি যুক্ত খাদ্যশস্য গ্রহণ করতে পারে যে কোন রাজ্যবাসী।
খাদ্যাভাব যাতে দেশবাসীর জন্য সমস্যা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যেই প্রদান করা হয় রেশন কার্ডগুলি (Ration card)। প্রত্যেক ভারতীয় রেশন কার্ডের আওতায় আসার যোগ্য। যেকোনো আবেদনপত্র বা গুরুত্বপূর্ণ কাজের জন্য যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড জমা করতে হয় তেমনই জমা দিতে হয় রেশন কার্ড। আধার ও, ভোটার কার্ডের মতন সর্বভারতীয় কার্ডের সাথে সমান গুরুত্বপূর্ণ নির্দিষ্ট রাজ্যের রেশন কার্ড। রেশন কার্ড না থাকলে ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন না কোন দেশবাসী।
রেশন কার্ডের (Ration card) মাধ্যমে সরকারের কাছ থেকে ভর্তুকি যুক্ত খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকে সাধারণ মানুষ। কিন্তু সরকারের পক্ষ থেকে সকলকে সমান পরিমাণ খাদ্য দ্রব্য দেওয়া হয় না। পশ্চিমবঙ্গের রেশন কার্ডগুলিকে মোট ৫ টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কাকে কতটা পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে অর্থাৎ কে কতটুকু ভর্তুকি যুক্ত খাদ্য সামগ্রী পাবার যোগ্য তা নির্ধারণ করা হয় এই ক্যাটাগরির উপর ভিত্তি করে। এই ক্যাটাগরিগুলি হল পিএইচএইচ, ডাবল এ ওয়াই, এসপি ডবল এইচ, আরকেএসওয়াই ১, আরকেএসওয়াই ২।
আরও পড়ুন ? Ration Card Latest Update: আমজনতার চিন্তা দূর করল কেন্দ্র, রেশন কার্ড নিয়ে এবার হয়ে গেল বড় ঘোষণা
রেশন কার্ডের (Ration card) প্রত্যেকটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত নাগরিকদের জন্য আলাদা আলাদা পরিমাণ রেশনের ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কে কতটা রেশন পাবার যোগ্য তা নিয়ে সংসয় ছিল রাজ্যবাসীর মনে। ফলে রেশন ডিলারদের কাছে ঠকে যাওয়ার সম্ভবনা ছিল এতদিন। রেশন ডিলাররা প্রয়োজনের তুলনায় কম মাল দিচ্ছেন বলে অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। কিন্তু এখন থেকে আর সেই সমস্যায় পড়তে হবেনা কাউকেই। ঘরে বসেই আপনি জানতে পারবেন আপনার প্রাপ্য রেশনের পরিমাণ কত? না, এর জন্য অনলাইনে সার্চ করার প্রয়োজন পড়বেনা। সরকারের পক্ষ থেকে মেসেজের মাধ্যমে এই তথ্য আপনাকে জানানো হবে।
২০২৪ এ জুন মাস থেকে এমনই নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকা। চলতি মাসের প্রথম সপ্তাহে ১ টি মেসেজ পাঠানো হয়েছে প্রত্যেক রেশন কার্ড (Ration card) উপভোক্তার নিবন্ধিত মোবাইল নম্বরে। সেখানে উল্লেখ করা রয়েছে সেই ব্যক্তি রাজ্য সরকারের কাছ থেকে কতটা পরিমাণ ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী গ্রহণের যোগ্য। এর ফলে সাধারণ মানুষকে ঠকানোর কোন সুযোগই পাবেননা রেশন ডিলাররা। সাধারণ মানুষও নিজের প্রাপ্য বুঝে নিতে পারবেন। কোন সুযোগ সুবিধা গ্রহণ করা থেকে বঞ্চিত হতে হবে না তাদের।