‘বিহার ভোটে সবটাই জালিয়াতি হয়েছে’, অনুব্রত মণ্ডল

অমরনাথ দত্ত : গত ১০ তারিখ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশের আগে বুথ ফেরত বেশিরভাগ সমীক্ষায় বিহারে জয়ের ক্ষেত্রে জোটকে এগিয়ে রেখেছিল। তবে ফলাফলের দিন হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় এনডিএ। আর এই জয়ের পরেই বিরোধীরা ভোট নিয়ে নানান অভিযোগ তুলতে শুরু করেন, যদিও নির্বাচন কমিশন সেই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেয়। আর এই নির্বাচন সম্পর্কে এবার মুখ খুলতেই দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার লাভপুরে তার কর্মীসভা চলাকালীন বলেন, “বিহারের ভোটে কি হয়েছে না হয়েছে বিহারের মানুষ তা জানেন। বিহারে সবটাই জালিয়াতি ভোট হয়েছে। যে ভোটের কাউন্টিং ছিল ৩০ রাউন্ড, সেটাকে ৫০ রাউন্ড নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ জালিয়াতি করা হয়েছে।”

পাশাপাশি এদিন আবার তিনি আসাদউদ্দিন ওয়াইসির দল মিমকে কটাক্ষ করে বলেন, “মিম হল বিজেপির বি টিম। তাকে দাঁড় করিয়ে ২০টা সিট হারানো করানো হয়েছে। ওখানের মুসলিমরা হিন্দিভাষী, আর এখানের মুসলিমরা বাংলাভাষী। সুতরাং এখানে মিম টিম কিছু করতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গের ২২০ থেকে ২৩০ টা সিট পাবো।”

প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার আগের দিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলও বিহারে এনডিএ-এর বিরুদ্ধে জোট ভালো ফলাফল করবে বলে আশাবাদী ছিলেন। যে কারণে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, “নমস্তে ট্রাম্প করেছিলেন। সেই ট্রাম্পের বিসর্জন হয়ে গেল। এবার মোদির বিসর্জন হবে। সামনেই তো বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল। দেখেই নিয়েই।”