নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই বলি, টলি সহ অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে নামার হিড়িক সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছর এই হিড়িক যেন আরও কিছুটা বেড়ে গিয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থীদের তালিকা দেখলে তা স্পষ্ট।
চলতি বছর লোকসভা নির্বাচনের আগে রাজনীতিতে পা রেখে রীতিমত বাংলার বাসিন্দাদের চমক দিয়েছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তিনি বাংলার শাসক দল তৃণমূলে যোগ দিতেই তাকে হুগলির প্রার্থী ঘোষণা করা হয়। তবে রচনা ব্যানার্জীর তৃণমূলে যোগ দেওয়া এবং প্রার্থী হওয়া যতটা না চমক তার থেকেও কিছুটা হলেও বেশি চমক দিলেন তার প্রাক্তন স্বামী। কেননা তিনি এবার নাম লেখালেন দেশের শাসক দল বিজেপিতে।
রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র (Siddhant Mahapatra) বৃহস্পতিবার দিল্লির সদর দপ্তরে বিজেপিতে যোগ দেন। শুধু বিজেপিতে যোগ দেওয়া নয়, এর পাশাপাশি জানা যাচ্ছে, তাকে বিজেপি এবার লোকসভা নির্বাচনে প্রার্থীও করতে পারে। তবে সিদ্ধান্ত মহাপাত্রের বিজেপিতে যোগ দেওয়া কিন্তু তার রাজনীতিতে প্রথম পদার্পণ নয়। এর আগে থেকেই তিনি রাজনৈতিক আঙিনায় রয়েছেন।
আরও পড়ুন ? Rachana Banerjee’s Married Life: গোপনে প্রেম, কতবার বিয়ে করেছেন দিদি নং ১ এর রচনা দিদি!
সিদ্ধান্ত মহাপাত্র ২০০৯ সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ওই বছর প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নবীন পট্টনায়কের বিজেডি অর্থাৎ বিজু জনতা দলের হয়ে। তিনি প্রতিদ্বন্দিতা করেছিলেন ওড়িশার ব্রহ্মপুর লোকসভা কেন্দ্র থেকে। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, তিনি জয়যুক্তও হয়েছিলেন। এরপর ২০১৪ সালে পুনরায় ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বারের জন্য সংসদ হয়েছিলেন। তবে পরপর দুবার সাংসদ হলেও ২০১৯ সালে বিজেডি তাকে টিকিট দেয়নি।
সিদ্ধান্ত মহাপাত্র একজন ওড়িয়া ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি রচনা ব্যানার্জীর সঙ্গে দুটি বেঁধে ওড়িয়া ইন্ডাস্ট্রিতে একের পর এক নতুন হিট সিনেমা উপহার দিয়েছিলেন। এছাড়াও তিনি বহু বাংলা সিনেমাতেও কাজ করেছেন। পরবর্তীতে তাদের দুজনের রিল লাইফ জুটি রিয়েল লাইফ জুটিতে পরিণত হয়েছিল। শোনা যায় তারা গোপনে বিয়ে করেছিলেন। তবে পরবর্তীতে পারিবারিক কারণে তারা নিজেদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন।