Palmajua: অনেক হলো ভিড়ে ঠাসা দার্জিলিং, এবার ঘুরে দেখুন স্বপ্নের সুন্দরী গ্রাম, মন জুড়িয়ে যাবে

Explore the dreamy village of Palmajua instead of Darjeeling: বেড়াতে যাতে যারা ভালবাসেন তারা যে কোনো ছুটি পেলেই ঘুরে বেড়াবার একটি ঠিকানা খোঁজে নিতে চান। আর কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক এবং জীবনের দ্বিতীয় বৃহত্তম পরীক্ষা উচ্চমাধ্যমিকও প্রায় শেষের পথেই। এই সময় অনেকেই চান লম্বা ছুটিকে কাজে লাগিয়ে কোনো একটি সুন্দর স্থান থেকে ঘুরে আসতে। কিন্তু কোন জায়গায় গেলে সাধ্যের মধ্যেই সাধ পূরণ হবে তা বুঝে উঠতে পারেন না অনেক মানুষ। আবার দীঘা, পুরী ও দার্জিলিঙ অর্থাৎ বাঙালির চির পরিচিত “দীপুদা” ও বারবার যেতে মন চায় না। আজ আপনাদের এমন একটা জায়গার সন্ধান দেবো যা চির পরিচিত জায়গা গুলোর বাইরে আলাদা একটি শান্তি এনে দেবে।

পাহাড়ের কোলে শান্তিতে যারা দুটো দিন কাটাতে চান তাদের কাছে দার্জিলিং একটি অত্যন্ত পছন্দের জায়গা। কিন্তু সব সময় দার্জিলিং থাকে ভিড়ে ঠাসা। কিন্তু এই ভিড়ে ঠাসা দার্জিলিং এর কাছেই আছে এমন একটি অফবিট স্থান যা আপনাকে একদিকে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করাবে এবং অপরদিকে স্বপ্নের দার্জিলিংকে শান্তিতে এবং নিরিবিলিতে উপভোগ করতে পারবেন। দার্জিলিং এর এই অফবিট স্থানটির নাম পালমাজুয়া (Palmajua)।

ধোত্রে আর শ্রীখোলার মাঝামাঝি স্থানে অবস্থিত এই পালমাজুয়া (Palmajua)। এনজেপি থেকে শিলিগুড়ি, মিরিক, পশুপতি, সীমানা, সুখিয়া, মানেত্রঞ্জন, ধোত্রে, পালমাজুয়া, রিম্বিক হয়ে শ্রীখোলাতে সহজেই ঘুরে আসতে পারেন পর্যটকরা। আবার দার্জিলিং মোড় বা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দার্জিলিংগামী গাড়িতে চড়ে ঘুমে পৌঁছে শেয়ার কারে সুখিয়া বা মানেভঞ্জন গিয়ে আবার শেয়ার গাড়িতে উঠে রিম্বিক বা শ্রীখোলার দিকে যাওয়ার পথে মাঝে পালমাজুয়াতে নেমে পড়তেই পারেন। থাকার জন্য হোমস্টের ব্যবস্থাও থাকে। আগে থেকে হোমস্টে বুক করে রেখে দুটো দিন কাটিয়ে আসতেই পারেন পালমাজুয়াতে। পাহাড়ি স্থানে দীর্ঘ পথ অতিক্রম করতে কিছুটা কষ্ট অনুভূত হলেও এই স্থানটির প্রাকৃতিক শোভায় আপনি সমস্ত শারীরিক কষ্ট ভুলে যাবেন।

আরও পড়ুন 👉 Chataidhura: দার্জিলিং ভুলে ঘুরে আসুন পাশের এই গ্রাম, সত্যি বলতে প্রেমে পড়ে যাবেন

পালমাজুয়া (Palmajua) নামক এই স্থানটিতে প্রকৃতি তার অপার সৌন্দর্য সাজিয়ে অপেক্ষা করে আছে পর্যটকদের জন্য। পাহাড়ি অঞ্চলের এক সুন্দর দৃশ্য ছবির মত করে যেন সেজে রয়েছে পালমাজুয়াতে। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের কাছেই এই পালমাজুয়া অঞ্চলটি। পাখি এবং প্রকৃতি এই দুটি যারা ভালোবাসেন তাদের জন্য একেবারে আদর্শ স্থান হল এটি। কারণ এখানে গেলে শুধু পাহাড়ি সৌন্দর্যই নয়, হিমালয় পার্বত্য অঞ্চলের অসাধারণ সব পাখির দর্শনও পেতে পারেন আপনি।

ভোরবেলা ঘুম থেকে উঠে গাছপালায় ঘেরা পাহাড়ি অঞ্চলের ভোরের প্রাকৃতিক সৌন্দর্যকে যখন উপভোগ করতে চাইবেন ঠিক তখনই গাছে গাছে দেখতে পাবেন রং বেরঙের নানা অজানা পাখি। সে সব অজানা হিমালয় পার্বত্য অঞ্চলের পাখিদের ডাকে নিস্তব্ধ নিরিবিলি পাহাড়ি অঞ্চলের পরিবেশ আপনার কাছে আরো মনোমুগ্ধকর হয়ে উঠবে। ভাগ্য ভালো থাকলে আবার এই স্থানের বাঁশবন গুলিতে দেখা পাবেন হিমালয়সম রেড পান্ডাদেরও। এছাড়া কমলালেবুর বাগান, পালমাজুয়া (Palmajua) ভিউ পয়েন্ট থেকে পশ্চিম সিকিমের দারামদিন ইত্যাদিও দেখে নিতে পারেন