Extra Ration Facility: নভেম্বরে পাওয়া যাবে অতিরিক্ত রেশন, কোন কার্ডে বিনামূল্যে কতটা রেশন পাওয়া যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Extra Ration Facility: প্রতি মাসে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ্য মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিনামূল্যে রেশনের পরিষেবা পেয়ে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এই বিনামূল্যে রেশন প্রকল্প সামনে আনেন। মূলত করোনা পরবর্তী পরিস্থিতি সামাল দিতেই দেশের গরীব এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষের সুবিধার্থে এখনও এই প্রকল্প চলছে। রাজ্যের খাদ্য ভাণ্ডার থেকে প্রতি মাসে এই রেশন তুলে দেওয়া হয় উপভক্তাদের হাতে।

Advertisements

তবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক রেশন দুর্নীতির খবর উঠে আসছে। যার সাথে মোকাবিলা করার জন্য একাধিক নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো মাসের শুরুতেই কার্ড অনুযায়ী গ্রাহকদের প্রাপ্য রেশনের তালিকা প্রকাশ। যাতে গ্রাহকরা আগে থেকেই জেনে যায় যে তাঁরা ওই মাসে কি কি পাবেন। তাহলে চলুন জেনে নিই নভেম্বরে অতিরিক্ত রেশন (Extra Ration Facility) দেওয়া হচ্ছে কিনা!

Advertisements
পশ্চিমবঙ্গের মানুষদের জন্য উপলব্ধ কার্ড:

পশ্চিমবঙ্গে বর্তমানে প্রধানত চার ধরনের রেশন কার্ড রয়েছে। যার মধ্যে আছে অন্ত্যদয় কার্ড বা AAY, স্পেশাল ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড বা PHH ও SPHH, RKSY-1 এবং RKSY-2 কার্ড। তবে এই কার্ড গুলি ছাড়াও আরেক ধরনের বিশেষ রেশন কার্ড চালু করা হয়েছে জঙ্গলমহল এবং পাহাড়ি মানুষদের জন্য।

Advertisements

আরো পড়ুন: চলবে না কোন কারচুপি! রেশন ডিলারদের নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ মমতা সরকারের

নভেম্বর মাসে (Extra Ration Facility) অন্ত্যদয় কার্ডের রেশন সামগ্রী:

পশ্চিমবঙ্গের যেসব মানুষের অন্ত্যদয় কার্ড রয়েছে তাঁরা সবথেকে বেশি পরিমাণে বিনামূল্যে খাদ্য দ্রব্য সাহায্য পেয়ে থাকেন। চলতি নভেম্বরে এই কার্ডে ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা বা এর পরিবর্তে ১৪ কেজি গম এবং এক কেজি চিনি পাওয়া যাবে একেবারে বিনামূল্যে।

স্পেশাল ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড: রাজ্যের এই কার্ড হোল্ডাররা নভেম্বর মাসে (Extra Ration Facility) প্রতি কার্ডে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা বা পরিবর্তে ২ কেজি গম পেয়ে যাবেন বিনামূল্যে। এবার যদি আটা বা গম না নিলে পরিবর্তে ২ কেজি চিনি নিতে পারবেন বিনামূল্যে।

আরো পড়ুন: বাংলা আবাস ঘরের আবেদনকারীরা চটপট ডাউনলোড করুন লিস্ট, দেখে নিন নিজেদের নাম

RKSY-1 এবং RKSY-2 কার্ডে নভেম্বরের (Extra Ration Facility) রেশন সামগ্রী:

এই দুই কার্ড হোল্ডাররা রেশন তালিকার সবচেয়ে কম রেশন পেয়ে থাকেন। আগে এই কার্ড পিছু ৫ কেজি চাল দেওয়া হতো এতে গম নেওয়ার কোনো সুযোগ ছিলনা। তবে এখন সেই পরিমাণ কমিয়ে ২ কেজি চাল করে দেওয়া হয়েছে।

জঙ্গলমহল ও পাহাড়ের মানুষের স্পেশাল কার্ড:

সারা বাংলার মানুষের বিনামূল্যে রেশন পরিষেবা দেওয়ার পাশাপাশি পাহাড়ের মানুষদের জন্য রয়েছে কিছু অতিরিক্ত রেশন পরিষেবা। এই কার্ডে মানুষদের কিছু অতিরিক্ত পরিমাণে চাল, গম জাতীয় খাদ্য উপাদান প্রদান করা হয়ে থাকে। যা নভেম্বর (Extra Ration Facility) মাসেও বজায় থাকবে।

Advertisements