Famous country leaders: মোদি থেকে ওবামা! দারিদ্রতাকে পিছনে ফেলে হয়েছেন দেশনায়ক! চিনে নিন এই ৫ নেতাকে

Leaders of countries that have become famous for overcoming poverty: রাষ্ট্রনায়করাই যেকোনো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করে। দেশকে সঠিক পথে পরিচালনা করতে এবং উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে যে কোন দেশের রাষ্ট্রনায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদনটিতে আলোচনা করা হবে এমন পাঁচ জন রাষ্ট্রনায়কের কথা (Famous country leaders) যাদের পূর্বের পেশা শুনলে সত্যি অবাক হতে হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরা সবাই বিখ্যাত নিজেদের কর্ম ক্ষেত্রের জন্য।

প্রথমেই আলোচনা করা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে। তিনি সত্যিই একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক (Famous country leaders) এবং তার শক্তিশালী প্রভাবের দৌলতে বাঘ এবং গরু এক ঘাটে জল খায়। আজকে যার প্রভাব গোটা বিশ্বে পরিলক্ষিত হয় তার পূর্বের পেশা সত্যি অবাক করে দেওয়ার মত। তিনি ছিলেন একজন সাধারণ গোয়েন্দা এবং সেই পেশায় তিনি ১৬ বছর নিযুক্ত ছিলেন।

এরপরই তালিকায় নাম আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব রাষ্ট্রপতি বারাক ওবামার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি (Famous country leaders) হিসাবে তাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। তবে রাজনীতিতে পা রাখার আগে তিনি কি করতেন সেই বিষয়ে অনেকেই হয়তো সঠিকভাবে জানেন না। একটি গ্লোবাল কনসালটিং ফার্মে কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ করতেন তিনি। পরবর্তীতে আমরা আলোচনা করে নেব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির কথা। একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে তার নাম অবশ্যই চর্চার শিখরে উঠে আসে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় তিনি প্রচারের আলোয় আলোকিত হয়ে ওঠেন। তবে রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি কমেডিয়ান হিসাবে যথেষ্ট বিখ্যাত ছিলেন ইউক্রেনে।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রীর নামের সাথে যেন বিতর্ক জড়িয়ে গেছে। জাস্টিন ট্রুডোকে চেনে না বিশ্বে এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। বিতর্ক যেন একেবারে পিছন ছাড়ছে না দক্ষ এই রাষ্ট্রনায়কের (Famous country leaders) । খালিস্তানি নেতা নিজ্জর খুনে ভারতের হাত আছে দাবি করে চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। তবে রাজনীতিতে প্রবেশের পূর্বে তিনি কি পেশায় নিযুক্ত ছিলেন সে বিষয়ে হয়তো সঠিকভাবে কারো ধারণা নেই। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। শিক্ষকতা করাই ছিল তার পেশা।

তালিকার সর্বশেষে নাম আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বর্তমানে তিনি গোটা বিশ্বের একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক। একটি সংস্থার র‍্যাংকিং এর ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জি-২০ সম্মেলন থেকে শুরু করে চন্দ্রযান-৩, ভারতের সাফল্য নিয়ে মোদীকে ধন্য ধন্য করছে গোটা বিশ্ব। কিন্তু মোদীই কিন্তু প্রথম জীবনে ছিলেন একজন সাধারণ চা বিক্রেতা।