Maandhan Yojana: সব ফেল! কেন্দ্রের এই প্রকল্প প্রতিমাসে দিচ্ছে ৩০০০ টাকা, চাষিদের পোয়াবারো

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকার থেকে শুরু করে দেশের প্রত্যেক রাজ্যের রাজ্য সরকাররা প্রতিদিন নাগরিকদের সুযোগ-সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে থাকে। প্রকল্পের দিক দিয়ে কেন্দ্র ও অথবা যেকোনো রাজ্যের রাজ্য সরকার, একটু আলাদাভাবে সুবিধা দিয়ে থাকে চাষীদের। কেননা তাদের দিনরাত এক করে পরিশ্রম করা ফসলই আমাদের মুখে ওঠে। ঠিক সেই রকমই কেন্দ্রের তরফ থেকে দেশের কৃষকদের জন্য এমন একটি প্রকল্প আনা হয়েছে যাতে প্রতিমাসে মিলবে ৩০০০ টাকা।

Advertisements

কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় যেসব প্রকল্প নিয়ে আসে তার মধ্যে এই প্রকল্পটি একেবারেই ভিন্ন। পাশাপাশি এই প্রকল্প অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পকে পিছনে ফেলে দিয়েছে। কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা (PM Kisan Maandhan Yojana)। এই প্রকল্প আনা হয়েছে মূলত প্রবীণ কৃষকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০১৯ সালে এই প্রকল্প চালু করা হয়েছিল এবং এখনো এই প্রকল্পের সুবিধা দেশের কৃষকদের দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কথা মাথায় রেখে এই প্রকল্পের মধ্য দিয়ে ৬০ বছরের বেশি বয়সি কৃষকদের প্রতি মাসে সবচেয়ে কম তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হয়। এছাড়াও রয়েছে মৃত্যুর পরও পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা। কোন কৃষকের মৃত্যু হওয়ার পর তার স্ত্রী ৫০ শতাংশ পেনশন পেয়ে থাকেন।

Advertisements

আরও পড়ুন ? PM Kisan Yojana News: কৃষকদের জন্য সুখবর! ‘এত’ টাকা বাড়তে পারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে

কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য কৃষকদের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে ১৮ থেকে ৪০ বছর। বর্তমানে এই প্রকল্পের আওতায় ১৯ লক্ষ ৪৭ হাজার ৫৫৮ জন নিজেদের নাম নথিভুক্ত করেছেন বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যদি কোন কৃষকের বয়স ২৯ বছর হয় এবং তিনি সেই সময় নাম নথিভুক্ত করেন তাহলে তাকে প্রতি মাসে ১০০ টাকা করে দিতে হবে। কেন্দ্র সরকার এই প্রকল্প জীবন বীমা কর্পোরেশন দ্বারা পরিচালনা করে থাকে।

এই প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্য চাষীদের কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। নিকটবর্তী কোন কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দিয়ে নিজেদের নাম নথিভূক্ত করতে পারেন। এই প্রক্রিয়ায় নাম নথিভূক্ত হয়ে যাওয়ার পর কৃষকদের একটি কিসান পেনশন অ্যাকাউন্ট নম্বর এবং একটি কিষাণ কার্ড দেওয়া হয়। এইসব করার জন্য আলাদা করে কোন চার্জ দিতে হবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

Advertisements