সমস্ত চারচাকা গাড়িতে লাগাতে হবে FASTag, ঘোষণা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি চারচাকা গাড়িতেই ফাসট্যাগ (FASTag) লাগাতে হবে। এমনটাই ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রক (MoRTH) শনিবার এসম্পর্কিত একটি নির্দেশিকা জারি করেছে। আসল আদিতে নির্দেশিকায় জানানো হয়েছে এই নিয়ম বাধ্যতামূলক হচ্ছে ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে। অর্থাৎ কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী চারচাকা গাড়ির মালিকদের হাতে রয়েছে মাত্র আর দেড় মাস। যার মধ্যেই গাড়ি চালানোর ক্ষেত্রে এই নিয়ম মানতে হবে।

ফাসট্যাগ কি?

রেডিও ফ্রিকোয়েন্সির আইডেন্টিফিকেশন প্রযুক্তির উপর নির্ভরশীল এটি হলো এক ধরনের ডিজিটাল ট্যাগ। টোল আদায়ের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি পুরাতন গাড়িতে ফাসট্যাগ লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে ২০১৭ সালের ডিসেম্বর মাসে একটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকায় কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এবং জাতীয় সড়ক মন্ত্রক তৃতীয় পক্ষের গাড়ির বীমার ক্ষেত্রেও ফাসট্যাগ বাধ্যতামূলক বলে জানিয়েছিল। আর এই সম্পর্কিত নির্দেশিকায় পুনরায় জারি করা হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। এই ফাসট্যাগ বাধ্যতামূলক করার বিষয়ে কেন্দ্রীয় ভেহিকেল আইনেও সংশোধন করা হয়েছে।

ফাসট্যাগকে বাধ্যতামূলক করার জন্য কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, গাড়ির ফিটনেস সার্টিফিকেট রিনিউ অর্থাৎ পুনর্নবীকরণ করার ক্ষেত্রে ফাসট্যাগ বাধ্যতামূলক। অর্থাৎ ফাসট্যাগ না থাকলে ফিটনেস সার্টিফিকেট পাওয়া যাবে না। এছাড়াও জাতীয় পারমিটের ক্ষেত্রেও অক্টোবর মাস থেকে ফাসট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে।

টোল বুথগুলিতে লম্বা লাইন থেকে রেহাই দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে ফাসট্যাগ আনা হয় ইলেকট্রনিক্স আদান-প্রদানের জন্য। যাতে করে এই কাজে দ্রুততা আসে।