ভোল বদলাবে আবহাওয়া, পাকাপাকিভাবে কবে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা, ফাইনাল ডেট জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর যেভাবে গরমের দাপট দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে, এমন দাপট এর আগে কোন বছর দেখা গিয়েছে কিনা মনে করতে পারছেন না কেউ। শুধু দক্ষিণবঙ্গ নয়, এর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশেও এই ভাবেই এই বছর গরমের দাপট দেখা গিয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে এই বছরই দক্ষিণবঙ্গ সহ ভারতের বিভিন্ন জায়গায় চলেছে তাপপ্রবাহ (Heatwave)। এইসব দেখে এখনো প্রশ্ন উঠছে তাহলে কি আরও তাপপ্রবাহ চলবে?

এবার তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে এমনই জানা গেল হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার (Monsoon) আগমনের ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হলো। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আবহাওয়ার ভোল বদলের কথা। এছাড়াও জানানো হয়েছে রবিবার এবং সোমবার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

রবিবার এবং সোমবার স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ২০ জুন অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। আর এর মধ্যেই তাপমাত্রার পতন শুরু হবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমবে ২ থেকে ৪° সেলসিয়াস। তবে এর মধ্যেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দু এক জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী দিন দুয়েক।

এখন প্রশ্ন হল কবে পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে হানা দেবে বর্ষা? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মালদা হয়ে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমন হবে মঙ্গলবার অর্থাৎ ২০ জুন। দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমনের পর তাপপ্রবাহের মতো ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে জানা যাচ্ছে। আর এই পরিস্থিতির জন্য এখনো দিন দুয়েক অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

অন্যদিকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ অনেক বেশি থাকবে বলেও জানানো হয়েছে। কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কম থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। তবে ভারী বৃষ্টির মুখোমুখি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।