‘ফাইন খেলা হলো’, ভোট শেষে অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : অবশেষে অষ্টম দফা ভোট সমাপ্ত হওয়ার সাথে সাথে বাংলার বিধানসভা নির্বাচনের সমাপ্তি। আর এই ভোটগ্রহণ সমাপ্তির পর কেবল অপেক্ষা ফলাফলের। তবে তার আগেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা জানিয়ে দিলেন ‘ফাইন খেলা হলো। খেলা হলো বিজেপি আর ধৃতরাষ্ট্রের সাথে।’

ভোট শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল বলেন, “খেলবো বলেছিলাম, খেললাম। ভালো টিমের সঙ্গে খেললাম। বিজেপি টিম আর একটা ধৃতরাষ্ট্র টিম। বিজেপি আর ধৃতরাষ্ট্র (নির্বাচন কমিশন) একসঙ্গে ছিল। বিজেপি হায়ার করে নিয়ে এসেছিল ধৃতরাষ্ট্রকে। খেলা দেখিয়ে দিলাম। খুব ভালো খেলা হয়েছে। আমাকে এসপি সাহেব এসে বলেছিলেন আমি ওনাকে বলেছিলাম, বীরভূমে কোনদিন ভোটে ঝামেলা হয় না, হবেও না।”

অন্যদিকে এদিন বোলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী গাড়ি ভাঙচুর করার ঘটনাকে নাটক বলে আখ্যা দেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেন, “প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রার্থী নিজেও তো গাড়ি ভাঙচুর করতে পারে। তাদেরতো এজেন্সি দিয়ে ফ্ল্যাগ বাঁধানো। এজেন্সি দিয়ে পোস্টার মারা। আর প্রার্থী তো সব সময় সাংবাদিক বৈঠক করে ভোট চাইছে, এটাও তো নাটক। এটাও তো হতে পারে দুটো লোকে পয়সা দিয়ে বলল আমি গাড়িতে চাপবো আর গাড়িটা ভেঙে দে।”

এর পাশাপাশি তিনি এদিন দাবি করেন, “বীরভূমের ১১টি আসনের মধ্যে ১১টি আসনই পাবে তৃণমূল। আর রাজ্যে ২২০ থেকে ২৩০টি আসন পাবে তৃণমূল।” আসনের বিষয়ে তিনি দীপ্ত কন্ঠে জানান, “এর আগে আমি ২০১৬ তে বলেছিলাম ২১০ টা আসন পাবে ২১১ টা পেয়েছিল। এবার চার মাস আগে থেকেই বলে আসছি ২২০ থেকে ২৩০ হবে।”

[aaroporuntag]
অন্যদিকে তিনি এদিন ফের একবার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেন। তার কথায়, নির্বাচন কমিশন এই নির্বাচন যদি চার দফায় শেষ করে দিত তাহলে এইভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেত না।