‘বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে, সহ্য করব না’, ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিবেদন : গতকাল রাতে রামপুরহাট এক নম্বর ব্লকের বরশাল গ্রামের উপপ্রধান ভাদু শেখ বোমার আঘাতে খুন হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। মৃত ভাদু শেখের বাড়ি এই গ্রামেই। তার মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামের অপর প্রান্তে থাকা একই পরিবারের ৮ জন (সরকারি মতে) পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর মঙ্গলবার এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। এলাকা পরিদর্শন করার পর মন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে, সহ্য করব না’।

তিনি এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, “আমরা যা অনুধাবন করলাম তাতে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমাদেরই লোককে খুন করবে। তারপর আমাদেরই লোকের বাড়িতে অগ্নিকান্ড ঘটিয়ে দিয়ে বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। তাকে সহ্য করব না। তাকে সহ্য করা যাবে না। আমি পুলিশকে বলেছি কড়া হাতে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে সে যেই হোক এবং তার পিছনে কি ষড়যন্ত্র রয়েছে তা খুঁজে বের করতে হবে।”

ফিরহাদ হাকিম এই ঘটনাকে বারবার চক্রান্ত বলে দাবি করেছেন। তার দাবি, “রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনটা প্রমাণ করার জন্যই এই কাজ করা হয়েছে। এটা একটা চক্রান্ত। আমাদেরই উপপ্রধানকে খুন করা হলো। তারপর আবার ওই পাড়ার উল্টোদিকে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। খেলা হচ্ছে? পুলিশ প্রশাসনকে এবং সাথে সাথে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছেন। যারা বাংলার মাথা নিচু করতে চাই, তাদের সবাইকে গ্রেফতার করুন।”

প্রসঙ্গত, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তৎপরতা শুরু করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে। এর পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে এলাকায় একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।