গ্যাস থেকে ব্যাঙ্ক, ১ মে থেকে বদলে গেল এই ৫ নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ১ মে রবিবার থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসলো। এই সকল পরিবর্তনের মধ্যে রয়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামের পরিবর্তন, এটিএম থেকে টাকা তোলা, মিনিমাম ব্যালেন্স, আইপিও ইত্যাদি।

Advertisements

১) মাসের শুরুতেই বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে ১৯ কেজি ওজনের এই রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১০৩.৫০ টাকা। দাম বৃদ্ধির পর কলকাতায় এই বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দাঁড়ালো ২৪৫৫ টাকা।

Advertisements

২) শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি একটি নতুন নিয়ম জারি করেছে। সেই নতুন নিয়ম অনুসারে খুচরো বিনিয়োগকারীদের ইউপিআই পেমেন্টের সীমা বাড়ানো হচ্ছে। ১ মে থেকে নতুন নিয়ম অনুসারে কোন সংস্থার আইপিওতে বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীরা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এর আগে এই উর্ধ্বসীমা ছিল ২ লক্ষ টাকা।

Advertisements

৩) দেশের কর্পোরেট ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম অ্যাক্সিস ব্যাঙ্ক ১ মে থেকে তাদের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে। যেমন এটিএম থেকে নির্ধারিত সীমার বেশি টাকা তোলা হলে দ্বিগুণ চার্জ দিতে হবে। এছাড়াও আরও একাধিক ক্ষেত্রে এই ব্যাঙ্ক অনেক পরিষেবা চার্জ বাড়িয়েছে। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে রাখা ন্যূনতম পরিমাণের সীমা (মিনিমাম ব্যালেন্স) ১০ হাজার টাকার বদলে ন্যূনতম ১৫ হাজার টাকা করা হয়েছে।

৪) বর্ধিত ডিএ-র সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা ছাড়াও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মীরা। আরোগ্য সঞ্জীবনী বীমা পলিসিতে কভার করা হয়েছে দ্বিগুণ। আগে এর উর্ধ্বসীমা ছিল পাঁচ লক্ষ টাকা, যা এখন বেড়ে হল ১০ লক্ষ টাকা।

৫) মাসের শুরুতেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কারণে ব্যাঙ্ক বন্ধ। টানা বন্ধ থাকছে ব্যাঙ্ক। তবে এটিএম পরিষেবা এবং অনলাইন লেনদেন বজায় থাকছে সমানভাবে।

Advertisements