Great investment opportunity for women; Know the 5 best ways: বাড়ির মহিলারা বরাবরই তাদের পরিবারের জন্য টাকা সঞ্চয় করে থাকে। সেই টাকা বিভিন্ন রকম বিপদের হাত থেকে পরিবারকে রক্ষা করে। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে মহিলারা সত্যিই সবার থেকে এগিয়ে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাড়ির মহিলাদের টাকা বিনিয়োগের পাঁচটির সেরা উপায় (Investment opportunity for women)।
আপনারা অনেকেই হয়তো মিউচুয়াল ফান্ড সম্পর্কে শুনে থাকবেন। বাড়ির মহিলাদের ক্ষেত্রে এটি টাকা জমাবার সেরা একটি উপায় (Investment opportunity for women)। বিশেষ করে যেসব মহিলারা দীর্ঘমেয়াদী টাকা জমানোর কথা ভাবছেন, তাদের জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। আপনি মাত্র ১০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ পথ হলো ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSO)। টাকা বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি উপায় এর মধ্যে একটি আরো একটি সেরা বিকল্প। বিনিয়োগকারী এই প্রকল্পে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের কোনো উচ্চ সীমা এখানে ধার্য করা হয়নি। ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSO) প্রতি বছরই পরিবর্তন হয়।
সোনা পছন্দ করেন না এমন মহিলা খুব কমই আছে। বিনিয়োগের আরো একটি সেরা বিকল্প হলো সোনা। বিভিন্ন রকম উৎসবের দিনে মহিলারা সোনা কিনতে পছন্দ করেন। যদিও বিনিয়োগের ক্ষেত্রে সোনা একটি প্রথম পছন্দ। মহিলারা সোনার গয়নার থেকেও সোনার কয়েন, বার, কিংবা ই-গোল্ড ও গোল্ড বন্ড কিনে রাখলে বেশি লাভবান হবেন।
বাড়ির মহিলারা বিশেষ করে মায়েরা সবসময় তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই সন্তানদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার জন্য একটি চমৎকার প্রকল্প হল ভারত সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্রীয় সরকারের এই চমৎকার বিনিয়োগের বিকল্পের মাধ্যমে আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যতকে সুরক্ষিত রাখতে পারবেন। এই মাধ্যমের দ্বারা প্রতি অর্থবছরের আড়াইশো টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আপনি যে কোন পোস্ট অফিসে এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন।
টাকা বিনিয়োগের ক্ষেত্রে সেরা পাঁচটি বিকল্পের (Investment opportunity for women) মধ্যে আরেকটি বিকল্প হল পোস্ট অফিস মাসিক আয় স্কিম। ভারত সরকারের অধীনে এই প্রকল্পটি চালু করা হয়েছে। এটি সত্যি বিনিয়োগের একটি সুরক্ষিত মাধ্যম। পোস্ট অফিসের এই আয় স্কিমে আপনাকে দেড় হাজার টাকা নূন্যতম বিনিয়োগ করতে হবে। এতে আপনি পেয়ে যাবেন মাসিক সুদের সুবিধা।