সব বিমানের রং সাদা কেন হয়! পিছনে রয়েছে এই ৫টি কারণ

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হলো বিমান পরিষেবা (Flight)। গোটা বিশ্বজুড়ে অজস্র বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে এবং সেই সকল সংস্থার আওতায় হাজার হাজার ছোট বড় আকারের বিমান (Plane)। বিশ্বে যে সকল বিভিন্ন আকারের এবং বিভিন্ন ধরনের বিমান রয়েছে সেগুলির আবার আলাদা আলাদা বৈশিষ্ট্যও রয়েছে।

আকার, আকৃতি, বৈশিষ্ট্য ইত্যাদির দিক দিয়ে বিমানগুলির মধ্যে ফারাক থাকলেও মিল রয়েছে এক জায়গাতে। আর সেই মেলবন্ধন হল প্রতিটি বিমানের রংয়ে। লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বে যত যাত্রীবাহী বিমান রয়েছে প্রতিটি বিমানের রং সাদা হয়ে থাকে। সংস্থা বিশেষে বিমানের গায়ে অন্য রং এবং নকশা থাকলেও মূল রং কিন্তু সাদাই হয়।

প্রতিটি বিমানের মূল রং সাদা হওয়ার পিছনে একটি নয়, রয়েছে একাধিক কারণ। সেই সকল কারণে এর মধ্যে যেমন জড়িয়ে রয়েছে নিরাপত্তা, ঠিক সেই রকমই জড়িয়ে রয়েছে আর্থিক কারণও। অবশ্য এই একাধিক কারণ সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন।

১) বিমানের রং সাদা হওয়ার অন্যতম একটি কারণ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। সাদা রং সূর্যের কড়া রোদ থেকে বিমানকে রক্ষা করে এবং ভিতরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়।

২) বিমানের রং সাদা হওয়ার অন্যতম একটি কারণ হলো বিমানের গায়ে কোথাও ফাটল অথবা আঁচর যাতে সহজেই নজরে আসে।

৩) সাদা রং থাকার অন্যতম একটি বড় কারণ হলো সহজেই নজরে আসা। ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে যাতে সহজেই নজরে আসে এবং দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য সাদা রংয়ের ব্যবহার করা হয়।

৪) আরও একটি অবাক করা কারণ হিসেবে রয়েছে সাদা রংয়ের ওজন। অন্যান্য রঙের তুলনায় সাধারণ ওজনে হালকা এবং বিমানের গায়ে সাধারণ থাকার ফলে ওজন তুলনামূলক অন্যদের তুলনায় কম।

৫) সাদা রং অন্যান্য রঙের তুলনায় টেকে বেশী দিন এবং এর খরচ অনেক কম। স্বাভাবিকভাবেই বিমান সংস্থাগুলির খরচ কমে যায়।