Fixed Deposit: FD মানেই কিন্তু ১০০% সুরক্ষিত নয়! জানেন না ৯৯% মানুষ

Prosun Kanti Das

Published on:

Advertisements

99% of people don’t know that Fixed Deposit is not 100% safe: ভবিষ্যতের জন্য সবাই চায় সঞ্চয় করতে। নিজের উপার্জনের অর্থ যদি সুরক্ষিতভাবে সঞ্চয় করা যায় তাহলে নিশ্চিত হয়ে যায় ভবিষ্যৎ। এক্ষেত্রে সাধারণ মানুষের প্রথম পছন্দই হল যে কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিট। ব্যাংকের ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করলে মেয়াদ শেষে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ পাওয়া যায়, যাকে আমজনতা অত্যন্ত লাভের চোখেই দেখে। কিন্তু আপনার সঞ্চিত টাকা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুরক্ষিত থাকবে তো?

Advertisements

এই বিষয়ে আমাদের অনেকেরই কোন সঠিক ধারণা নেই। আসলে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) হয় দুই ধরনের, ব্যাঙ্ক এফডি আর কর্পোরেট এফডি। আপনারা কি আদৌ জানেন কর্পোরেট এফডি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে অনেক বেশি সুদ দিয়ে থাকে৷ কিন্তু আসল মজা হল এইখানেই। কর্পোরেট এফডি সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই তাই বিনিয়োগ করলে রিস্ক থেকে যায় অনেক বেশি। বেশিরভাগ সাধারণ মানুষ ব্যাঙ্ক এফডি এবং কর্পোরেট এফডি-র মধ্যে যে আসল পার্থক্য আছে সেটা সম্পর্কে জানেন না৷

Advertisements

ব্যাপারটি বুঝতে গেলে আমাদের আগে ভালোভাবে জানতে হবে কর্পোরেট এফডি সম্পর্কে। যেকোনো সাধারণ ব্যাঙ্কের এফডি (Fixed Deposit) থেকে কর্পোরেট এফডি-তে আপনাকে দেওয়া হবে ১ থেকে ২ শতাংশ বেশি সুদ। কিন্তু যেখানে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের এফডি-তে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেয়। আবার NBFCs কর্পোরেট এফডি-তে দিয়ে থাকে ৮ থেকে ৯ শতাংশ সুদ। যেকোনো কোম্পানি এফডি বা কর্পোরেট এফডি আসলে নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সংস্থা জারি করে থাকে৷

Advertisements

আরও পড়ুন ? SBI Green FD: অনেক বেশি সুদ! এবার SBI নিয়ে এলো নতুন Green FD, জানুন সুদের হার

এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি ব্যাংকের এফডি (Fixed Deposit) থেকে কর্পোরেট এফডিতে বেশি সুদ পাওয়া যায় তাহলে মানুষ কেন তাতে বিনিয়োগ করবে না? কেনই বা তাতে রিস্ক থাকবে? ব্যাঙ্ক এফডি-কে মনে করা হয় একটি সুরক্ষিত ফিন্যান্সিয়াল প্রোডাক্ট। আবার কর্পোরেট এফডি-র ক্ষেত্রে ব্যাপারটি সম্পূর্ণ বদলে যায়। ব্যাঙ্ক বাজারের আদিল শেট্টি জানিয়েছেন, কর্পোরেট এফডি আসলে বেশি সুদ গ্রাহক টানার জন্য হয়ে থাকে।

আরেকটি বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে, কর্পোরেট এফডি করানো হলো কোনও বিশেষ ফিন্যান্সিয়াল সংস্থার টাকা ধার নেওয়ার মতো৷ তাই আপনি যদি এটি করেন আপনার বিনিয়োগের সুরক্ষা সংস্থার উপর নির্ভর করবে। ধরুন সেই ফিন্যান্সিয়াল সংস্থা যদি কোন কারণে আর্থিক সমস্যায় পড়ে কিংবা দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু কর্পোরেট এফডির সুদ এবং মূল টাকা ডুবে যেতে পারে। কখন যদি আপনি কর্পোরেট এফডি করেন সংস্থাটি সম্পর্কে বিশদভাবে রিসার্চ করে নেবেন।

Advertisements