SBI Green FD: অনেক বেশি সুদ! এবার SBI নিয়ে এলো নতুন Green FD, জানুন সুদের হার

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বছরের বিভিন্ন সময় তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসে। ঠিক সেই রকমই এবার ২০২৪ সালের শুরুতেই তাদের তরফ থেকে নতুন একটি অফার আনা হল ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন যে এফডি স্কিম আনা হয়েছে তার নাম দেওয়া হয়েছে Green FD।

অন্যান্য সাধারণ ফিক্সড ডিপোজিটের (FD) তুলনায় এই প্রকল্পে গ্রাহকরা সুদের হার অনেক বেশি পাবেন বলে জানাচ্ছে ব্যাংক। এছাড়াও এই প্রকল্পে বিনিয়োগ করার অর্থ হলো পরিবেশ সংক্রান্ত প্রকল্পের প্রচার করা। এর লক্ষ্য দেশের গ্রীন ফাইন্যান্স ইকোসিস্টেমে সাহায্য করা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তথ্য পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, সাধারণ নাগরিকরা ছাড়াও এই প্রকল্পে বিদেশি নাগরিকরা এবং অন্য কোন সংস্থাও বিনিয়োগ করতে পারবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে তথ্য পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, Green FD প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে যে সময়সীমা বাঁধা হয়েছে তা হলো, ১১১১ দিন, ১৭৭৭ দিন এবং ২২২২ দিন। হিসেব অনুযায়ী বিনিয়োগের সময়সীমা বছর হিসাবে তিন বছরের কিছু বেশি, প্রায় পাঁচ বছর এবং ছয় বছরের কিছু বেশি সময়ের জন্য।

আরও পড়ুন 👉 SBI New FD interest Rates: বদলে গেল FD-তে সুদের হার, গ্রাহকদের জন্য বড় খবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে মেয়াদের ভিন্নতা থাকলেও প্রতিটি গ্রাহকরা বছরের ভিত্তিতেই তাদের সুদ পাবেন। এক্ষেত্রে ১১১১ দিনের জন্য যে সকল সাধারণ নাগরিকরা বিনিয়োগ করবেন তারা ৬.৬৫ শতাংশ হারে সুদ পাবেন। আবার এই মেয়াদের ক্ষেত্রে যে সকল প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করবেন তারা ৭.১৫% সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি দেওয়া হচ্ছে।

১৭৭৭ দিনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সাধারণ নাগরিকরা ৬.৬৫ শতাংশ হারে সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা ৭.১৫ শতাংশ হারে সুদ পাবেন। অর্থাৎ এই প্রকল্পে সুদের হার ১১১১ দিনের প্রকল্পের মতই। ২২২২ দিনের জন্য মেয়াদের ক্ষেত্রে যে সকল সাধারণ নাগরিকরা বিনিয়োগ করবেন তারা ৬.৪০ শতাংশ হারে সুদ পাবেন এবং এই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন। এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য আপাতত বিনিয়োগকারীদের ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং পরবর্তীতে এটি অনলাইনেও করা যাবে বলে জানা যাচ্ছে।