নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের ঘুরতে যাওয়ার যে সকল ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো সিকিম (Sikkim)। সিকিমের পাহাড় পর্বত প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরের অধিকাংশ সময় ভিড় জমাতে দেখা যায় বাঙালি পর্যটকদের। বাঙালি পর্যটকদের পাশাপাশি অন্যান্য জায়গার পর্যটকদেরও ভিড় কম থাকে না।
সিকিম যাওয়ার ক্ষেত্রে একসময় বিমান পরিষেবা (Sikkim Flight Service) চালু থাকলেও গত বছর থেকে পরিষেবা বন্ধ ছিল। বিমান পরিষেবা বন্ধ হওয়ার ফলে সিকিম যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের বড় অংশকে রেল পরিষেবার উপর নির্ভর করে যেতে হচ্ছিল। তবে এবার ফের সিকিমের বিমান পরিষেবা চালু হতে চলেছে। আর এই বিমান পরিষেবা চালু হলে এবার আরও সহজে পৌঁছে যাওয়া যাবে সিকিম।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী মার্চ মাস থেকেই পুনরায় কলকাতা ও দিল্লির মধ্যে সিকিমের বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। প্রযুক্তিগত একাধিক সমস্যার কারণে গত বছর পাকিয়ং বিমানবন্দর থেকে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর অক্টোবর মাসে লোনাক হ্রদে জলস্ফীতি এবং তিস্তা নদীর প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছিল এই বিমানবন্দরটিতে।
আরও পড়ুন ? Gangtok: দূর হয়ে যাবে যানজট সমস্যা, গ্যাংটক নিয়ে বড় পরিকল্পনা সিকিম সরকারের
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাহাড়ের মাথায় থাকা এই বিমানবন্দরের ৫০ মিটারের গার্ডওয়াল ভেঙ্গে গিয়েছিল। এরপর ফের নতুন করে ৪২ মিটার উঁচু একটি গার্ডওয়াল তৈরি করা হয়েছে। নতুন করে এই বিমানবন্দরটির সুরক্ষা নিশ্চিত করার পর একটি বেসরকারি সংস্থা আগামী ১৫ মার্চ থেকে কলকাতা ও দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু করার জন্য রাজি হয়েছে। বিমান পরিষেবা চালু হওয়ার পাশাপাশি হেলিকপ্টার পরিষেবাও চালু হতে চলেছে সিকিমে।
সিকিমের গ্যাংটক লাগোয়া বুরটুক হেলিপ্যাড থেকে আগামী ৬ মার্চ থেকে শুরু হবে হেলিকপ্টার পরিষেবা। এই হেলিপ্যাড থেকে এমআই-১৭ হেলিকপ্টারটি ব্যবহার করা হবে পর্যটন শিল্প এবং বিপর্যয় মোকাবিলার জন্য। সিকিম রাজ্য সরকারের তরফ থেকে এই হেলিকপ্টার পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।