নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি ভারতে এখন দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল লেনদেন। ডিজিটাল লেনদেনকে সবচেয়ে সহজ ভাবে মানুষের কাছে তুলে ধরেছে যে মাধ্যম তার নাম হলো UPI। স্ক্যান করে অথবা মোবাইল নম্বর দিয়েই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর সহজ উপায় এর থেকে আর বেশি কেউ দিতে পারে না। এছাড়াও বাজার-ঘাট সহ বিভিন্ন জায়গায় কেনাকাটার ক্ষেত্রেও UPI এর বিকল্প নেই।
সম্প্রতি ভারতের অন্যতম জনপ্রিয় একটি পরিষেবা প্রদানকারী ফিনটেক সংস্থা Paytm নানান অভিযোগে অভিযুক্ত হয়ে তাদের পেমেন্টস ব্যাংকের লাইসেন্স খোওয়ানোর পর PhonePe, Gpay-র মতো সংস্থাগুলি বাজার ধরতে মরিয়া হয়ে পড়েছিল। তবে এই সকল ফিনটেক সংস্থা জনপ্রিয় হলেও তারা বাজার ধরার ক্ষেত্রে যতটা সহজ ভেবেছিল তা আর হচ্ছে না। কেননা তাদের রাতের ঘুম উড়িয়ে এবার ইউপিআই পরিষেবা লঞ্চ করে দিল Flipkart। ফ্লিপকার্ট তাদের এই পরিষেবার নাম দিয়েছে Flipkart UPI।
সবচেয়ে বড় বিষয় হলো ফ্লিপকার্টের এই পরিষেবা ব্যবহার করার জন্য আলাদা করে কোন অ্যাপ ইন্সটল করার প্রয়োজন হবে না। তাদের আগে থেকেই যে অ্যাপ রয়েছে অর্থাৎ অনলাইন কেনাকাটার জায়গা সেখানেই পাওয়া যাবে ইউপিআই পরিষেবা। flipkart সেখানে হোমপেজের মধ্যেই একটি অপশন যোগ করেছে এবং সেই অপশনের মাধ্যমেই ইউপিআই পরিষেবা প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন ? Jio Bharat V2 Phone: এবার কিপ্যাড ফোনেও মিলবে UPI পরিষেবা, নয়া ফোন আনছে আম্বানির জিও
ফ্লিপকার্টের এই ইউপিআই পরিষেবা ব্যবহার করার ক্ষেত্রেও অনেক সহজ ও সরল। পুরাতন ফ্লিপকার্ট অ্যাপ খোলার পর হোমপেজে স্ক্যান অ্যান্ড পে (Scan & Pay) নামে যে অপশন দেখতে পাওয়া যাবে সেখানে ক্লিক করলেই পেমেন্ট করা যাবে। তবে তার আগে ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে ইউপিআই পরিষেবার জন্য। ইউপিআই পরিষেবার জন্য রেজিস্ট্রেশন করাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকা জরুরি।
এছাড়াও মনে রাখতে হবে, ইউপিআই ব্যবহার করার ক্ষেত্রে যে মোবাইলে ফ্লিপকার্ট অ্যাপ রয়েছে সেই মোবাইলেই যেন রেজিস্টার্ড সিম কার্ড থাকে। তা না হলে কিন্তু পরিষেবা ব্যবহার করার জন্য রেজিস্ট্রেশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা যাবে না। ফ্লিপকার্ট গ্রাহকদের নতুন এই পরিষেবা দেওয়া শুরু করেছে মূলত অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। দেশে এখন পেটিএম সংকটের মাঝে ফ্লিপকার্টের এইভাবে আবির্ভাব যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।