Jio Bharat V2 Phone: এবার কিপ্যাড ফোনেও মিলবে UPI পরিষেবা, নয়া ফোন আনছে আম্বানির জিও

Ambani’s company is going to bring a new keypad phone called Jio Bharat V2 Phone: আমাদের দেশের প্রতিটি মানুষের হাতেই বর্তমানে মোবাইল ফোন আছে। তবে দেশের অনেক মানুষই আজও পর্যন্ত 2G ব্যবহার করেন। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা কে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট রিলায়েন্স জিও তাই 2G ফোন ব্যবহারকারীদের হাতে 4G ফোন তুলে দিতে বদ্ধপরিকর। এই কারণে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থার তরফ থেকে নিয়ে আসা হচ্ছে জিও ভারত ভি2 (Jio Bharat V2 Phone) নামে নতুন ফোন।

গত বছর অক্টোবর মাসে জিও ভারত ভি1 লঞ্চ করেছিল মুকেশ আম্বানির সংস্থা। এবার BIS ওয়েবসাইটে নতুন এই ফোনের ইঙ্গিত পাওয়া গেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই নতুন মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনে 4G কানেক্টিভিটির পাশাপাশি থাকবে প্রি-ইনস্টল UPI পেমেন্ট ফিচার। আকাশ আম্বানি আগেই বলেছিলেন তাদের সংস্থা ভারতীয় 2G ফোন ব্যবহারকারীদের হাতে 4G পরিষেবা প্রদান করতে চায়। এবার সেই স্বপ্নকেই বাস্তবায়িত করবে এই ফোন।

জিও ভারত ভি2 (Jio Bharat V2 Phone) আসলে একটি কিপ্যাড মোবাইল ফোন। জানা যাচ্ছে নতুন এই ফোনের ডিজাইন অনেকটা জিও ভারত বি1 ফোনের মতোই হতে চলেছে। তবে এতে একাধিক উন্নত মানের সুযোগ সুবিধা থাকবে। এই ফোনে 4G কানেক্টিভিটি তো থাকবেই, সেই সঙ্গে থাকবে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে, ৫০ MB ব়্যাম, ন্যানো সিম কার্ড, ব্লুটুথ, স্পিকার, ওয়াইফাই কানেক্টিভিটি এবং USB চার্জিং।

আরও পড়ুন 👉 Jio Brain: AI জগতে মুকেশ আম্বানির বড় এন্ট্রি! Jio লঞ্চ করল Jio Brain, সুবিধা বাড়বে লক্ষ লক্ষ মানুষের

রিলায়েন্স জিও সংস্থার তরফ থেকে এর আগে লঞ্চ করা কিপ্যাড ফোন জিও ভারত ভি1 এ ২০০০ mAh ব্যাটারি ব্যাকআপ প্রদান করা হয়েছিল। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছিল একবার ফুল চার্জ দিলে এই ফোন ৩৪৩ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকতে পারে। নতুন লঞ্চ হওয়া এই কিপ্যাড ফোন (Jio Bharat V2 Phone) টিতেও এই একই সুবিধা থাকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও এই ফোনে থাকবে প্রি ইনস্টল UPI পেমেন্ট ফিচার, সিনেমা, সিরিয়াল, খেলা দেখার জন্য জিও সিনেমা এবং গান শোনার জন্য থাকবে জিও সাভান।

গত বছর দুটি রঙে লঞ্চ হওয়া বি1 ফোনের মতই ডিজাইন হতে চলেছে নতুন এই বি2 ফোনটির (Jio Bharat V2 Phone)। জিও ভারত ভি1 কিপ্যাড ফোনটি কালো এবং নীল রঙে লঞ্চ করা হয়েছিল এবং এর দাম রাখা হয়েছিল ১২৯৯ টাকা। এই নতুন ফোনের দামও আগের মডেলের দামের মতোই হতে পারে বলে আশা করা যাচ্ছে। জানা যাচ্ছে জিও ভারত ভি2 ফোনে একাধিক ভাষা সাপোর্ট করবে। এই ফোন ব্যবহারকারীরা নিজের মাতৃভাষাতেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আশা করা যাচ্ছে আগের ফোনটির মতো এতেও ৩.৫ হেডফোন জ্যাকও থাকবে।