গাড়ি এবার উড়বে, গতিবেগ ঘন্টায় ২৩০ কিমি, সফল পরীক্ষা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : যুগ এখন এতটাই আধুনিক হচ্ছে যে কল্পবিজ্ঞানের গণ্ডি পেরিয়ে মানুষ এখন পা রাখছে বাস্তবের দুনিয়ায়। সম্প্রতি কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের উড়ন্ত একটি মোটর বাইকের প্রদর্শনী হয়েছে। এবার সেসবকে ছাড়িয়ে উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা হল চীনে।

Advertisements

উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা সম্পর্কে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সিচুয়ান প্রদেশের চেংডুতে দক্ষিণ-পশ্চিম জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে ‘উড়ন্ত’ যাত্রীবাহী গাড়ির পরীক্ষা চালান। এই গাড়িগুলি একটি কন্ডাক্টর রেলের উপরে ৩৫ মিলিমিটার ভাসতে পারে। বুলেট ট্রেনের মতোই চুম্বক ব্যবহার করে এটি শূন্যে ভেসে যায়।

Advertisements

জানা যাচ্ছে, গবেষকরা এই ধরনের গাড়ির তলদেশে শক্তিশালী চুম্বক সংযুক্ত করেছেন। এই ধরনের আটটি মোডিফাইড গাড়ি পরীক্ষা করা হয়েছে। গবেষকরা ৮ কিলোমিটার রেলপথে এই গাড়িগুলি পরীক্ষা করে দেখেন। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এই আটটি গাড়ির মধ্যে একটি গাড়ি সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম হয়। যে গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় ২৩০ কিলোমিটার।

Advertisements

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, সরকারি পরিবহন কর্তৃপক্ষ এই সকল গাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য এই পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে এই ধরনের গাড়ি তৈরি করার পরিপ্রেক্ষিতে গবেষকদের তরফ থেকে জানানো হয়েছে, চৌম্বক শক্তি ব্যবহার করে এই ধরনের গাড়ি চালানোর পরিপ্রেক্ষিতে কম শক্তি খরচ হবে।

এছাড়াও এই ধরনের গাড়ি পরিবেশ বান্ধবও। এছাড়াও এই ধরনের গাড়িগুলি যে প্রযুক্তিতে চালানোর বন্দোবস্ত করা হচ্ছে সেই প্রযুক্তি ব্যবহার করে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ায় ট্রেন চলাচল করে। রেলে ১৯৮০ সাল থেকে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তবে চার চাকার ক্ষেত্রে এই প্রযুক্তি এই প্রথম ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন গবেষকরা।

Advertisements