There will be no more defilement in relationship, follow these three principles of Chanakya: প্রেম-ভালোবাসা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক হল মধুর সম্পর্ক। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। যেখানে একজন অপরকে ছাড়া মূল্যহীন। তাই সবসময়ই জীবন সুখের রাখতে গেলে একে অপরের প্রতি দায়িত্ববোধ, যত্নশীল হওয়া উচিত। কিন্তু অনেক সময় নিজেদের পারস্পরিক ভুল বোঝাবুঝিতে অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হতে দেখা যায়। কিন্তু আর সেই বিচ্ছিন্ন নয়। আচার্য চাণক্যর মতে (Chanakya Neeti for Relationship), প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর সম্পর্ক হল এক মুদ্রার দুই পিঠ।
ভালবাসা এবং উত্সর্গ প্রতিটি সম্পর্কের ভিত্তি। ত্যাগ বা আত্মসমর্পণ বলতে বোঝায় একজন ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে কতটা ভূমিকা রয়েছে। চাণক্য বলেছেন যে (Chanakya Neeti for Relationship) শুধুমাত্র ছোট ত্যাগ প্রেম জীবন এবং বিবাহিত জীবন সফল করে তাদের মধ্যে এমন কিছু ত্যাগ লুকিয়ে রয়েছে যা তাদের দাম্পত্য জীবনকে বা ভালোবাসার জীবনকে সুখময় করে তুলতে পারে। তাই চলুন সময় নষ্ট না করে দাম্পত্য জীবনে সুখ আনার তিনটি নীতি জেনে নেওয়া যাক।
সম্পর্কে সৎ থাকা এবং উৎসর্গ করা: প্রতিটি সম্পর্কের ভিত হল ভালোবাসা এবং উৎসর্গ। অর্থাৎ কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যক্তি কতটা ভালোবেসে, উৎসর্গ করে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছে সেটাই দেখার। চাণক্যের মতে, ভালোবাসা জীবন বা দাম্পত্য জীবন তখনই সুখের হয় যখন একে অপরের জন্য নিজেদের ছোট ছোট ইচ্ছা ত্যাগ করে। সম্পর্কের মধ্যে দুই ব্যক্তি যখন তুমি, আমি চিন্তাভাবনাকে সরিয়ে আমাদের বা আমরা অনুভূতি আনে তখন সেই সম্পর্ক চির সুখের হয়। সেই সম্পর্কে কষ্ট বলে কিছুই থাকেনা। অর্থাৎ যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই দুই ব্যক্তি যদি একে অপরের প্রতি সৎ থাকে, একে অপরের প্রতি বিশ্বাস থাকে তাহলে তাদের সেই সম্পর্ক অনেক মজবুত হয়, অনেক সুখের হয়।
সম্পর্কে স্বাধীনতা থাকা এবং একে অপরের প্রতি সাহায্য করা: প্রেম জীবন বা দাম্পত্য জীবন তখনই সুখের হয়, টিকে থাকে যখন তাদের একে অপরের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা থাকে। অর্থাৎ বিবাহিত জীবনে জীবন সঙ্গীকে যদি নিজের মতো করে বাঁচতে দেওয়া না হয়, তার ওপর যদি নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে সেই সম্পর্ক বেশিদিন টিকতে পারে না। সেই সম্পর্কে অশান্তির সৃষ্টি হয়। তাই চাণক্য বলেছেন, সম্পর্ক সুখের করতে গেলে পুরুষ-মহিলা উভয়কেই একে অপরের বিপদে-আপদে পাশে থাকতে হবে। বাড়ির এবং কাজের দায়িত্ব সমান ভাগে ভাগ করে নিতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে তাহলেই সেই সম্পর্ক সুখের হয়ে উঠবে।
আয়নার মতো থাকা: সম্পর্কে সৎ থাকা হল সম্পর্কের খুঁটিকে শক্ত করা। তাই যে সম্পর্কের মধ্যে মিথ্যা বসবাস করে সেই সম্পর্ক বেশিদিন টিকে থাকে না। বিষাক্ত হয়ে ওঠে। তাই চাণক্য বলেছেন (Chanakya Neeti for Relationship), প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্য জীবন যেকোনো সম্পর্কই সুখের করতে গেলে আয়নার মতো হতে হবে। অর্থাৎ যেকোনো বিষয়ে চিন্তা করতে গেলে উভয়কে একইসঙ্গে চিন্তা করতে হবে, একইসঙ্গে সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করতে হবে। এছাড়াও, প্রেম বা দাম্পত্য জীবনের সম্পর্কে একে অপরের প্রতি যদি সমান মর্যাদা থাকে তাহলে সেই সম্পর্কে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। অর্থাৎ সম্পর্ককে সব সময় দুই ব্যক্তিকে সমান চোখে দেখতে হবে। তবে সেই সম্পর্ক সুখের হবে এবং মধুর হয়ে উঠবে।