Follow these little things to reduce Electric Bill: মার্চ মাস থেকে যে পরিমাণ গরম পড়েছে তাতে ফ্যানের ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। পাশাপাশি রয়েছে এসি, ফ্রিজ ইত্যাদি যন্ত্রপাতি। ফলে এই কয়েক মাসে ইলেকট্রিক বিল একটু বেশি আসা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আপনার বাড়িতে কি অতিরিক্ত মাত্রায় ইলেকট্রিক বিল (Reduce Electric Bill) এসেছে ? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। আজকের প্রতিবেদনে এমন কয়েকটি টিপস দেওয়া হল যা আপনার বাড়ির ইলেক্ট্রিক বিলকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। সামান্য কিছু অভ্যাস পাল্টে ফেললেই নিয়ন্ত্রণে চলে আসবে ইলেকট্রিক বিলের পরিমাণ।
যারা বাড়িতে এসি, ফ্রিজ এই ধরনের ইলেকট্রিক গ্যাজেট ব্যবহার করেন তাদের বাড়িতে একটু বিল বেশি আসলে সেটা কিছু ক্ষেত্রে বিবেচনাযোগ্য। কিন্তু যাদের বাড়িতে এসি নেই তাদের বাড়িতেও যদি শুধুমাত্র লাইট, ফ্যান ব্যবহার করেই অত্যাধিক বিল (Reduce Electric Bill) আসতে শুরু করে, তাহলে সেটা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। সামান্য ছোটখাটো ভুল থেকে ঘটতে পারে এমন ঘটনা। একটু সচেতনতা অবলম্বন করলেই আপনার বাড়ির ইলেকট্রিক বিল কমানো যেতে পারে। বিদ্যুৎ সাশ্রয়কারী ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করার চেষ্টা করতে পারেন। বাড়িতে যদি সাধারণ বাল্ব ব্যবহার করে থাকেন, তাহলে তা পরিবর্তন করে এলইডি বাল্ব ব্যবহার করা শুরু করুন। এলইডি বাল্ব বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করে। ফলে আপনার বাড়ির ইলেকট্রিক বিলও সাশ্রয় হবে অনেকটা।
যারা বাড়িতে এসি ব্যবহার করেন, তারা বিল বাঁচানোর জন্য কিছু সময় এসি চালানোর পর এসিটিকে বন্ধ করে দেন। কিন্তু বেশিরভাগ মানুষই এসি বন্ধ করেন রিমোট দিয়ে। তারপর আর এসির মেন সুইচ বন্ধ করেন না। রিমোট দিয়ে এসি বন্ধ হলে শুধুমাত্র আপনার ঘর ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটিই বন্ধ হয়। ইলেকট্রিক প্রবাহ কিন্তু চলতেই থাকে। তাই বিল বাঁচাতে চাইলে শুধুমাত্র রিমোট দিয়ে নয়, মেইন সুইচ থেকে বন্ধ করুন এসিটিকে। এছাড়াও যে কোন ইলেকট্রিক গেজেট চার্জিং করার জন্য ইলেকট্রিক প্লাগ পয়েন্ট ব্যবহার করা হয়। চার্জ হয়ে যাওয়ার পর অনেক সময় সেই প্লাগ পয়েন্টের সুইচটা বন্ধ করতে ভুলে যাই আমরা। এর ফলেও কিন্তু বিদ্যুৎ খরচ বাড়তেই থাকে। তাই ফোন, চার্জারের মতো জিনিসগুলি চার্জ দেবার পর সুইচবোর্ডের সুইচটা বন্ধ করতে একেবারেই ভুললে চলবে না।
আরও পড়ুন ? Air Conditioner Tips: বজ্রবিদ্যুৎ, বৃষ্টি! এসি চালানোর সময় মানতে হবে ছোট্ট কিছু নিয়ম
এসির তাপমাত্রা যত কমাবেন, বিদ্যুৎ খরচ তত বাড়বে। তাই তাই বেশি ইলেকট্রিক বিল (Reduce Electric Bill) আসা বন্ধ করতে চাইলে, ২৪ থেকে ২৬ ডিগ্রি টেম্পারেচারে চালাতে পারেন। তার সাথে ফ্যান চালালেই ঘরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকবে। বারবার এসি অন আর অফ করলেও বিদ্যুৎ খরচ বেশি হতে পারে। তাই সেই কাজ থেকেও বিরত থাকার চেষ্টা করুন। এছাড়া সময় মত এসি সার্ভিসিং করাতে একেবারেই ভুলবেন না। এতে এসি ভাল থাকে এবং বিদ্যুৎ খরচ কম হয়। তাই প্রয়োজনে এসি চালালেও অতিরিক্ত বিল আসার সম্ভাবনা থাকবে না।
আপনি যদি একটানা ২৪ ঘন্টা ফ্রিজ চালিয়ে রাখেন তাহলেও অনেক সময় বিল বেশি (Reduce Electric Bill) আসতে পারে। ফ্রিজ একটানা না চালিয়ে মাঝে মাঝে এক ঘন্টার বিরতি দিন। তাহলে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে। এছাড়া, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রিক বেশি আসার জন্য দায়ী হতে পারে। আপনার বাড়ির ইলেকট্রিক ডিভাইসটিও হতে পারে বিল বেশি আসার অন্যতম কারণ। বাড়িতে থাকা ইলেকট্রিক ডিভাইসটির বয়স যদি ১০-১২ বছরের উর্ধ্বে হয়ে থাকে, তাহলে অবশ্যই তা ইলেকট্রিক অফিসের মেকানিক দ্বারা যাচাই করিয়ে নিন। অনেক সময় পুরনো ইলেকট্রিক ডিভাইসের কারণেও বিল বেশি আসতে পারে।