নিজস্ব প্রতিবেদন : করোনার সময় যখন লকডাউন জারি করা হয় তখন থেকেই কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশনে (Ration) খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা চালু হওয়ার আগেও বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার বন্দোবস্ত ছিল, তবে তা সীমিত কিছু মানুষদের জন্যই সীমাবদ্ধ ছিল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা আপাতত করা হয়েছে কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে। সেই মতো অক্টোবর মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
স্পেশাল প্যাকেজ
সিঙ্গুর : অন্যান্য রেশন কার্ডের পাশাপাশি সিঙ্গুর স্পেশাল প্যাকেজ হিসাবে প্রতিটি উপভোক্তাকে মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে।
আয়লা : সিঙ্গুর স্পেশাল প্যাকেজের মতই আয়লা স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তারা রয়েছেন তারাও মাথাপিছু ১৬ কেজি করে চাল পাবেন।
টোটো : এই স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তারা রয়েছেন তারা ৮ কেজি চাল পাবেন এবং ৩ কেজি গম পাবেন। যদি গম না থাকে তাহলে তার পরিবর্তে চাল দেওয়া হবে।
চা বাগান : চা বাগান স্পেশাল প্যাকেজ হিসাবে এই ক্যাটাগরির মধ্যে যে সকল উপভোক্তারা আসছেন তারা পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম পাবেন। যদি আটা নেওয়া হয় সে ক্ষেত্রে পরিবার পিছু ১৩.৩ কেজি আটা দেওয়া হবে।
পাহাড় : এই স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তারা তাদের যদি AAY কার্ড থেকে তাহলে রেশন কার্ডের ভিত্তিতে যে রেশন সামগ্রী পাচ্ছেন তার থেকে বাড়তি ৬ কেজি চাল এবং ৫ কেজি গম পাবেন। যদি কোন উপভোক্তার RKSY I রেশন কার্ড থাকে তাহলে তিনি বাড়তি ৪ কেজি চাল এবং ২ কেজি গম পাবেন।
জঙ্গলমহল : যে সকল উপভোক্তাদের AAY রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৮ কেজি চাল এবং ৩ কেজি গম পাবেন। যাদের PHH রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন। যাদের RKSY I রেশন কার্ড রয়েছে তারা বাড়তি ৬ কেজি চাল পাবেন।
AAY : এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা পাবেন পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে ১৩.৩ কেজি।
PHH/SPHH : এই ক্যাটাগরির রেশন কার্ড যে সকল উপভোক্তাদের রয়েছে তারা মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম পাবেন। গমের পরিবর্তে আটা দেওয়া হলে পাওয়া যাবে মাথাপিছু ১.৯ কেজি।
RKSY I : এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এমন উপভোক্তারা মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাবেন।
RKSY II : এই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যে সকল উপভোক্তাদের তারা মাথাপিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম পাবেন।