For the development of these 4 Government Hospitals of Bengal, 9 lakh rupees have been received from the Central Government: ভারতীয় কেন্দ্রীয় সরকার পরিচালনকারী বর্তমান শাসক দল বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যপরিষেবার অবনতি নিয়ে অনেক কথাই বলতে শোনা যায়। কিন্তু বাস্তবে ঘটতে দেখা গেল সম্পূর্ণ বিপরীত ধর্মী এক ঘটনা। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গের ৪ টি সরকারি হাসপাতালকে (Government Hospitals) বিশেষ এক শংসাপত্র দেওয়া হয়েছে। মূলত পরিচ্ছন্নতা এবং গুণমানের বিচারে এই শংসাপত্র প্রদান করা হয়েছে।
রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে সংগঠিত কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রাম এ সম্মানের সাথে উত্তীর্ণ হল রাজ্যের ৪ টি সরকারি হাসপাতাল (Government Hospitals)। যথা – সাগর দত্ত, কলকাতা মেডিকেল কলেজ, আসানসোল জেলা হাসপাতাল এবং রায়গঞ্জ জেলা হাসপাতাল। সাগর দত্তের ২টি বিভাগ, কলকাতা মেডিকেল কলেজের ৫ টি বিভাগ, আসানসোল জেলা হাসপাতালের ৩ টি বিভাগ ও রায়গঞ্জ জেলা হাসপাতালের ৩ টি বিভাগ মা ও শিশু স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী বিভাগ হিসাবে সর্বভারতীয় স্তরে স্বীকৃতি পেল কোয়ালিটি কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ৬ দিন এবং ২০২৪ সালে জানুয়ারি মাস ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে দুদিন, মোট আট দিনের পরিদর্শনের পর শেষমেষ পশ্চিমবঙ্গের ৪ টি সরকারি হাসপাতালের (Government Hospitals) সাফল্য ঘোষণা করা হয় “মুসকান” ও “লক্ষ্য” কর্মসূচির মধ্যে দিয়ে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিব কে চিঠি দিয়ে এই সুখবর জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। কেন্দ্রিয় সরকারের তরফ থেকে আগামী এক বছর বিভিন্ন দফায় মোট ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি বিভাগকে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, অনেক পর্যালোচনা করার পর মুসকান ও লক্ষ্য কর্মসূচির শিরোপা জিতে নিয়েছে পশ্চিমবঙ্গের ৪ টি সরকারি হাসপাতাল (Government Hospitals)। রায়গঞ্জ ও আসানসোল জেলা হাসপাতালের শিশুরোগ বিভাগের সিক নিউবর্ন কেয়ার ইউনিট ছাড়াও ইনডোর ও আউটডোর বিভাগগুলিও মুসকান কর্মসূচির শিরোপা জিতেছে। বিভিন্ন মাপকাঠির বিচারে ৯০ থেকে ৮৮ শতাংশ সাফল্য লাভ করেছে হাসপাতাল দুটি।
এছাড়া সাগর দত্তের মেটারনিটি ল্যাব বা ওটি লক্ষ্য কর্মসূচির শিরোপা লাভ করেছে। বিভিন্ন মাপকাঠির বিচারে হাসপাতালটি সাফল্য পেয়েছে ৯১ থেকে ৯৫ শতাংশ। তবে কলকাতা মেডিকেল কলেজ লক্ষ্য ও মুস্কান দুটি কর্মসূচিতেই সাফল্য পেয়েছে। বিভিন্ন মাপকাঠির বিচারে মেটারনিটি ল্যাব লেবার রুম বা শিশুরোগ সংক্রান্ত ইনডোর আউটডোর যে কোনো বিষয় হোক, সবকিছুতেই কলকাতা মেডিকেল (Government Hospitals) কলেজ সফলতা পেয়েছে ৯০% এর উর্ধ্বে, ৯২ থেকে ৯৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে পাঠানো চিঠিতে রাজ্য স্বাস্থ্য সচিব কে তথা রাজ্য স্বাস্থ্য পরিষেবা কে অভিনন্দন জানাতেও ভোলেনি কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।