Dakshineswar Metro Station: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বিশেষ উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের, এবার অনেক বেশি সুবিধা পাবেন যাত্রীরা

QR code is going to set at Dakshineswar Metro Station for the convenience of passengers: নিত্য যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়ে চলেছে। সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন (Dakshineswar Metro Station) যাত্রী পরিষেবার জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। সেখানকার দোকান থেকে কেনাকাটা করা বা অর্থের বিনিময় ওয়াশরুম ব্যবহার করার জন্য কিউআর কোডের ব্যাবস্থা চালু করা হয়েছে।

ডিজিটাল ইন্ডিয়ার যুগে দৈনন্দিন জীবনে ক্যাশলেস ট্রানজাকশন এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। যে কোন কিছুর জন্য অনলাইন পেমেন্ট করার প্রবণতা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তাই যাত্রীদের এই ডিজিটাল মনোভাবের কথা মাথায় রেখে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের (Dakshineswar Metro Station) এই নতুন উদ্যোগ অর্থাৎ কিছু কেনাকাটা করা বা বাথরুম ইউজ করার ক্ষেত্রে কিউআর কোড এর ব্যবহার যাত্রী পরিষেবায় এক অন্য মাত্রা আনতে পারে বলে মনে করা হচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে।

মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের (Dakshineswar Metro Station) যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে নিজস্ব ইউপিআই অ্যাকাউন্ট বা অন্য কোন অনলাইন পেমেন্ট পদ্ধতির সাহায্যে আর্থিক লেনদেন করতে পারবে। তা সে পে এন্ড ইউজ টয়লেটে পেমেন্ট করাই হোক বা অন্য কোন জিনিস কেনার ক্ষেত্রেই হোক। নতুন এই প্রকল্পের বাস্তবায়ন আর্থিক সুরক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন 👉 Howrah New Ferry Route: গঙ্গার নীচে মেট্রো চালু হতেই প্যাসেঞ্জার কমল ফেরিতে! টিকে থাকতে নয়া পরিকল্পনা জলপথ পরিবহন সমিতির

অনেক ক্ষেত্রে খুচরো নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এছাড়াও টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বেশি টাকা দাবি করার অভিযোগও উঠেছে বহুবার। এই সমস্ত সমস্যা সমাধান করতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কিউআর কোডের দ্বারা পেমেন্টের ব্যবস্থা চালু করা হয়েছে। এরফলে ক্রেতা ও বিক্রেতা দুজনেরই সময় বাঁচবে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় থাকবে বলে দাবি করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের (Dakshineswar Metro Station) পক্ষ থেকে নেওয়া নতুন এই উদ্যোগে খুশি নিত্য যাত্রীরা। কিউআর কোড এর দ্বারা পেমেন্টের সুবিধা থাকলে একদিকে যেমন সময় বাঁচবে, অন্যদিকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেও সুবিধা হবে যাত্রীদের। খুচরোর সমস্যা বা অতিরিক্ত অর্থ প্রদানের সমস্যা মেটানো সম্ভব হবে ডিজিটাল লেনদেনের মাধ্যমে। এমনই দাবি করেছেন মেট্রো রেলেরই এক যাত্রী। তাই মেট্রোরেল কর্তৃপক্ষের নেওয়া এই নতুন উদ্যোগ ইতিমধ্যে যাত্রীদের মধ্যে সারা ফেলে দিয়েছে।