Kolkata HDFC Bank: মিটিংয়ের নামে চিৎকার-গালিগালাজ! যেন ভাতের হাঁড়ি চাপিয়ে এসেছে কর্মীরা, ভিডিওতে দেখুন

Prosun Kanti Das

Published on:

Advertisements

For uncivil behavior of the bank official in the meeting, is suspended: গোটা পৃথিবীতে এখন মন্দার কারণে নাজেহাল অবস্থা, কাজ হারিয়েছেন বহু নামিদামি সংস্থার কর্মীরা। বহু বড় বড় কোম্পানি বাধ্য হয়েছে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে। অত্যাধুনিক প্রযুক্তিগত কোম্পানিগুলোর কর্মীদেরও চাকরি গেছে দফায় দফায়। এই মন্দার পরিস্থিতিতে প্রত্যেক কর্মী চাইছে কাজের জায়গায় বজায় থাকুক শান্তিময় পরিবেশ। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে সম্পূর্ণ অন্য চিত্র। কলকাতার এক বেসরকারি ব্যাংকের আধিকারিক (Kolkata HDFC Bank) আচরণ করছেন তার কর্মীদের সঙ্গে। কাজের পরিবেশে এমন অদ্ভুত ব্যবহার চমকে দিয়েছে গোটা নেট দুনিয়াকে।

Advertisements

যে কোনরকম বেসরকারি অফিস কিংবা ব্যাংকে কর্মীদের (Kolkata HDFC Bank) ওপরে কাজের চাপ অনেকটাই বেশি থাকে। এই বিষয়টি এমন কিছু নতুন নয়, তবে কর্মীদের ওপর অভব্য আচরণ মোটেই কাম্য নয়। কিন্তু জুনিয়র কর্মীদের ওপর সিনিয়র আধিকারিকদের খারাপ আচরণের দৃশ্য মেনে নেওয়া যায় না। তেমনি এক ভিডিও গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন সৌমি চক্রবর্তী নামের এক মহিলা।

Advertisements

এই মহিলা লিংকড ইনে ভিডিওটি শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে বেসরকারি একটি ব্যাংকের (Kolkata HDFC Bank)কর্মীরা অনলাইন মিটিংয়ে একত্রিত হয়েছেন। সেই অনলাইন মিটিংয়ে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুষ্পল রায় অন্যান্য কর্মীদের ওপরে অসভ্য ভঙ্গিতে রীতিমতো চিৎকার করে কথা বলছেন। মিটিংয়ে তিনি কর্মীদের কাজের টার্গেট এবং স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইছেন। তিনি একজন কর্মীকে ‘শাট আপ’ পর্যন্ত বলেন। এছাড়া এক কর্মীকে তিনি HR মেমো জারি করার ‘হুমকি’ও দিয়েছেন।

Advertisements

গোটা নেট দুনিয়াতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই ভিডিওটি। একটি বেসরকারি সংস্থা কিংবা ব্যাংকে কাজের চাপ যতই থাকুক না কেন, সিনিয়র আধিকারিকরা কখনোই তার কর্মীদের সাথে এরকম খারাপ আচরণ করতে পারেন না। ভাইরাল হওয়া ভিডিওটি দেখার পর রীতিমতো পদক্ষেপ নেয় ব্যাংক কর্তৃপক্ষ (Kolkata HDFC Bank)।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুষ্পল রায়কে সাসপেন্ড করা হয় অনির্দিষ্টকালের জন্য। এছাড়াও ব্যাঙ্ক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, তারা সব সময় তাদের ব্যাংকের কাজের ক্ষেত্রে একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশ চায়। তাই এই ধরনের আচরণকে তারা কখনোই সমর্থন করে না। গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements