Post Office Superhit Scheme: প্রত্যেকটি মানুষই চান তাদের উপার্জিত অর্থ কোন সুরক্ষিত জায়গায় সঞ্চিত থাকুক। ব্যাংক এবং পোস্ট অফিসের ওপর মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে। পোস্ট অফিস হলো ভারতীয়দের কাছে বিশ্বাসের অন্যতম জায়গা। এখানে বিনিয়োগ করলে অর্থ অবশ্যই সুরক্ষিত থাকবে এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি অনেকাংশে কম এবং অল্প সময়ে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে এমনই একটি গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের স্কিম নিয়ে আমরা আলোচনা করব।
পোস্ট অফিস হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের মানুষের জন্য বিভিন্ন রকমের স্কিম রয়েছে। সিনিয়র সিটিজেন কিংবা প্রবীণ নাগরিকরা সর্বদাই বিশেষ সুযোগ-সুবিধা লাভ করে থাকে এবং তাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি স্কিম (Post Office Superhit Scheme)। পোস্ট অফিসে যদি সিনিয়র সিটিজেনরা এই স্কিমটি করেন তাহলে মাসে মাসে পেনশনের মত পাবেন ২০৫০০ টাকা। এই স্কিমটি সম্পর্কে আসুন জেনে নিই চটজলদি।
চাকরিজীবী মানুষদের সবথেকে বড় চিন্তার বিষয় হলো অবসর জীবনযাপন করা। চাকরি থাকাকালীন প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারা উপার্জন করত কিন্তু অবসর গ্রহণের পরে সেটি আর সম্ভব নয়। তখন কিভাবে খরচ চালানো হবে সেই সমস্যার সমাধানের একমাত্র উপায় এনে দিয়েছে পোস্ট অফিস (Post Office Superhit Scheme)। গ্রাহকদের পেনশন নিয়ে আর চিন্তা করতে হবে না। কারণ সিনিয়র সিটিজেনরা এই স্কিম থেকে মাসে মাসে পেনশন পেয়ে যেতে পারেন। এখানে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি ছাড়া নিশ্চিন্তে রিটার্ন পাওয়া যাবে।
পোস্ট অফিসে যে স্কিম (Post Office Superhit Scheme) সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে সেটি বিশেষত সিনিয়র সিটিজেন স্কিম। প্রবীণ নাগরিকদের জন্য খুবই কার্যকরী এই স্কিম। যেসব গ্রাহকদের বয়স ষাটের ওপরে শুধুমাত্র তারাই এখানে এই স্কিমটি করতে পারবে। এখানেই শেষ নয়, আবার যাঁরা ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ভিআরএস নিচ্ছেন, তাঁরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
আরো পড়ুন: পোস্ট অফিসের নিয়মে বড় বদল, এবার এটি না থাকলে সব বন্ধ
যদি কোন প্রবীণ নাগরিক পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে (Post Office Superhit Scheme) বিনিয়োগ করেন তাহলে নিশ্চিন্তে সুদ পাবেন ৮.২ শতাংশ হারে। ধরুন কোনও প্রবীণ নাগরিক পোস্ট অফিসের এই স্কিমে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, প্রত্যেক বছর তিনি পেয়ে যাবেন ২ লক্ষ ৪৬ হাজার টাকা। আর মাসে মাসে তিনি পেনশনের মত টাকা পাবেন প্রায় ২০৫০০ টাকা। তাহলে পেনশন নিয়ে আর চিন্তা করতে হবে না প্রবীণ নাগরিকদের।
সবথেকে বড় বিষয় হলো প্রবীণ নাগরিকেরা সচরাচর কোথাও বিনিয়োগ করতে ভয় পান। ঝুঁকি আছে এমন কোন স্কিমে কখনোই তারা বিনিয়োগ করতে চান না। প্রসঙ্গত পোস্ট অফিসে মাত্র ১০০০ টাকা জমা করেই খুলে নেওয়া যাবে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এসসিএসএস।