তিন দিক পাহাড় ঘেরা জলাধার! হাতের কাছেই রয়েছে এমন জায়গা, ভুলিয়ে দেবে দিঘা-পুরি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুম এসে গিয়েছে। শীতের মরশুম আসার সঙ্গে সঙ্গেই চারদিকে তৈরি হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান (Tour Plan)। কেউ দূরে কেউ আবার কাছে পিঠে ঘুরে আসার জন্য নতুন নতুন প্ল্যান তৈরি করছেন। তবে এই প্ল্যান তৈরি করার সময় বাঙ্গালীদের সবার প্রথম যে সব জায়গা মনে পড়ে সেগুলি হল দীঘা, পুরী অথবা দার্জিলিং। এই তিনটি জায়গা অবশ্যই সবার কাছে প্রিয়। কিন্তু বিভিন্ন কারণে সবসময় এই সকল জায়গায় যাওয়া হয়ে ওঠেনা।

Advertisements

এই সকল জায়গা অনেকের কাছেই সবসময় যাওয়া হয়ে না ওঠার কারণে অনেকেই রয়েছেন যারা কাছে পিঠের বিভিন্ন জায়গা খুঁজে বেড়ান। ঠিক সেই রকমই হাতের কাছেই এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে দিঘা-পুরি অথবা দার্জিলিংয়ের মত জায়গাকেও ভুলিয়ে দিতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই জায়গাটি ঘুরতে যাবার জন্য খুব বেশি কসরত করতে হবে না। কেননা এই জায়গাটি কলকাতা থেকে বড়জোর ৫ ঘন্টা দূর।

Advertisements

যে জায়গার কথা বলা হচ্ছে সেই জায়গাটির তিনদিক রয়েছে পাহাড় ঘেরা আর মাঝখানে রয়েছে দামোদর জলাধার (Damodar)। এতদূর বলে দেওয়ার পর আশা করি বুঝতে পারছেন কোন জায়গার কথা বলা হচ্ছে। এখনো যদি বুঝতে না পারেন তাহলে বলেই দেওয়া যাক, জায়গাটি হল মাইথন ড্যাম (Maithon Dam)। এই জায়গাটি ঝাড়খণ্ডে হলেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বাঙ্গালীদের মধ্যে। বাংলা, ঝাড়খন্ড ছাড়াও অন্যান্য বিভিন্ন রাজ্য থেকেও এখানে পর্যটকরা এসে থাকেন।

Advertisements

আরও পড়ুন ? IRCTC Tour Packages: জলের দরে ডিসেম্বরে রাজস্থান সহ ৩ জায়গা ঘোরার সুযোগ! দুর্দান্ত প্যাকেজ আনল IRCTC

এই জায়গাটি সবচেয়ে বেশি গমগম করে শীতকালে। কেননা শীতকালই হল এই জায়গা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত। শীতকালে মাইথন ড্যামে বিভিন্ন জায়গা থেকে পিকনিকের জন্য প্রচুর মানুষের আগমন হয়ে থাকে। সবচেয়ে বেশি আগমন দেখা যায় বাঙ্গালীদের। এখানে দামোদরের নীলচে সবুজ জলে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে অমরনাথ শিব মন্দির। অমরনাথ শিব মন্দিরে পৌঁছানোর জন্য পর্যটকদের ৩০০টি সিঁড়ি ভেঙ্গে উপরে উঠতে হয়।

মাইথন ড্যাম পৌছানোর জন্য কলকাতা থেকে আসানসোলগামী ট্রেন ধরতে হবে। আসানসোল রেল স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব হলো ২৫ কিলোমিটার। কলকাতা থেকে অবশ্য এখানে পৌঁছানোর জন্য সরাসরি কোন রেল পরিষেবা নেই। যে কারণে আসানসোল রেলস্টেশন থেকে কোন গাড়ির ব্যবস্থা করতে হবে অথবা সরাসরি গাড়ি নিয়ে সহজেই এই পর্যটন কেন্দ্রে পৌঁছানো যায়।

Advertisements