এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে জেরা করা শুরু হয় এবং প্রায় টানা সাড়ে ৬ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করার পর তার শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এসএসসি দুর্নীতি মামলায় বহুদিন আগে থেকেই নাম জড়িয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। একাধিকবার তাকে জেরার মুখেও পড়তে হয়।

কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার ফের নিজাম প্যালেসে তলব করা হয়। সেই তলব পেয়ে তিনি এদিন দুপুর ১২টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান। সিবিআই আধিকারিকরা তার থেকে প্রচুর নথি দেখতে চেয়েছিলেন। আধিকারিকদের সেই চাহিদা অনুযায়ী এদিন তাকে অনেক নথি নিয়ে নিজাম প্যালেসে পৌঁছাতে দেখা গিয়েছিল।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করার সময় বহু ক্ষেত্রেই অসংগতি পেয়েছেন আধিকারিকরা। তিনি বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এরপরেই সিবিআই আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেন। যদিও কল্যাণময় গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, তাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছিল তিনি সব সঠিক উত্তর দিয়েছেন।

কল্যাণময় গঙ্গোপাধ্যায় ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে ছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। মেয়াদ শেষ হওয়ার আগে জল্পনা চলছিল নতুন কাউকে আনা হবে নাকি ফের তাকেই একই পদে বহাল রাখা হবে। এরই মধ্যে এসএসসি দুর্নীতি মামলায় তার নাম জড়িয়ে যায়। কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। এইসব নিয়ে যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে সেই সময় শিক্ষা দপ্তর তাকে সরিয়ে নতুন সভাপতির নাম ঘোষণা করে।