Krishna Godavari Basin Oil: বড় সাফল্য ভারতের! বঙ্গোপসাগরের গভীরে মিলল বড় খনিজ সম্পদের হদিশ

Fossil oil found deep in Bay of Bengal in Krishna Godavari Basin: অনেকেরই হয়তো জানা ভারত বিশ্ব দরবারে তেল আমদানীকারক হিসাবে সবথেকে বড় স্থানে রয়েছে। জ্বালানি তেলের প্রয়োজন প্রত্যেকটি দেশের রয়েছে এবং ভারত নিজের প্রয়োজনে প্রায় ৮৫ শতাংশ তেল দেশের বাইরে থেকে আমদানি করে থাকে। কিন্তু এক্ষেত্রেই আসতে চলেছে সব থেকে বড় পরিবর্তন। আত্মনির্ভরশীল হওয়ার দৌড়ে ভারত এখন অনেকটা এগিয়ে গেছে। বঙ্গোপসাগরের কৃষ্ণা গোদাবরী ডিপ-ওয়াটার ব্লক ৯৮/২ (Krishna Godavari Basin Oil) থেকে উঠে এল কালো সোনা, অর্থাৎ অপরিশোধিত জ্বালানি তেল। যা ভারতের খনিজ সম্পদের ভান্ডারকে আরো সমৃদ্ধশালী করেছে।

ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, রবিবার কৃষ্ণা-গোদাবরী অববাহিকার (Krishna Godavari Basin Oil) কাকিনাড়া উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এই তেল উত্তোলন করা হয়। প্রথমবার এই প্রকল্প থেকে তেল উঠল যা ভারতকে আত্মনির্ভর হতে সাহায্য করবে। আশা করা হচ্ছে এই স্থান থেকে প্রতিদিন ৪৫,০০০ ব্যারেল তেল এবং ১০ মিলিয়ন ঘনমিটার গ্যাসও উৎপাদিত হবে। বর্তমানে এই প্রকল্পের কারণে ভারতে উৎপাদিত তেল এর সাত শতাংশই আসবে এখান থেকে। এই প্রকল্পের সূচনা ঘটেছিল ২০১৬-১৭ সালে। কিন্তু কোভিড মহামারির কারণে যা অনেকটাই পিছিয়ে গিয়েছিল।

ভারতের এই প্রকল্পে মোট ২৬টি কূপ থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস তোলা হবে। হরদীপ সিং পুরি আরো বলেছেন যে, এই ২৬টি কূপের মধ্যে ৪টি থেকে তেল তোলার কাজ এরইমধ্যে চালু হয়েছে। ভারতকে আরও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে এই প্রকল্প। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজও প্রায় শেষের পথে এমনটাই জানিয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি।

আরও পড়ুন 👉 তেল-গ্যাসের খনিতে মালামাল রাজ্য, ৫ জেলার ২২ জায়গায় চলবে খনন

২০২৪ সালের জুনের মধ্যে কৃষ্ণা-গোদাবরী অববাহিকার (Krishna Godavari Basin Oil) এই প্রকল্পের তৃতীয় পর্যায়ের সর্বোচ্চ তেল ও গ্যাস উত্তোলনের দিকে নজর দেওয়া হবে। সেই কাজও চলছে জোরকদমে। ওএনজিসি এর মতে, ৯৮/২ প্রকল্পটি পুরোপুরি কাজ করা শুরু করে দিলে, তাদের তেল ও গ্যাসের উৎপাদন যথাক্রমে ১১ শতাংশ এবং ১৫ শতাংশ করে বাড়বে। বিশ্বের কাছে ভারতের স্থান আরো উচ্চ করে দেবে এই প্রকল্প।

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, জ্বালানির ক্ষেত্রে ভারতের সাফল্যকে ত্বরান্বিত করবে এই প্রকল্পটি। এক্সে শেয়ার করা এক পোস্টে হরদীপ সিং পুরি লিখেছেন, ভারতের শক্তি যাত্রায় এটি একটি অসাধারণ পদক্ষেপ এবং ভারতকে আত্মনির্ভরশীল হতে এটি সাহায্য করবে। এর ফলে দেশের অর্থনীতিও পুষ্ট হবে।