নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল কোটিপতি শিল্পপতিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ আম্বানি শুধু ভারত অথবা এশিয়ার একজন সবচেয়ে ধনী শিল্পপতি নন, এর পাশাপাশি বিশ্ব তালিকাতেও তিনি রয়েছেন প্রথম সারিতে। একজন হাজার হাজার কোটি কোটি টাকার শিল্পপতির জীবন নিয়ে হামেশাই চর্চায় থাকে সোশ্যাল মিডিয়া। ঠিক সেই রকমই চর্চায় থাকেন মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানিও (Nita Ambani)।
তবে মুকেশ আম্বানি হোক অথবা নিতা আম্বানি, মূলত তাদের রাজকীয় জীবন এবং তাদের ব্যবসা-বাণিজ্যই চর্চায় থাকতে দেখা যায়। তবে এসবের মাঝেও বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন তারা, যে সকল সামাজিক কাজকর্ম সবসময় চর্চায় আসেনা। তবে এবার সেই সামাজিক কাজকর্ম চর্চায় এলো নিতা আম্বানির জন্মদিনে। বুধবার অর্থাৎ ১ নভেম্বর ছিল নিতা আম্বানির জন্মদিন আর ওই দিন তিনি বাংলার মানুষদের বিনামূল্যে রেশন (Ration) দেওয়ার পাশাপাশি নানান সামাজিক কাজকর্ম সেরে ফেললেন।
নীতা আম্বানি তার রিলায়েন্স ফাউন্ডেশনের (Reliance Foundation) হাত ধরে এমন সামাজিক কাজকর্ম করেছেন। এমন সামাজিক কাজ করা হয় বীরভূমের (Birbhum) মল্লারপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। মল্লারপুর এলাকার প্রায় ৭০০ জন আদিবাসী পরিবারের হাতে এদিন বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এইভাবে খাদ্য সামগ্রী পেয়ে স্বাভাবিকভাবেই খুশি আদিবাসী পরিবারের মানুষজন।
খাদ্য সামগ্রীতে দেওয়া হয় চাল, ডাল, তেল, লবণ সহ বিভিন্ন ধরনের রান্নার মসলা। আদিবাসী সম্প্রদায়ের প্রায় ৭০০ পরিবারের হাতে এমন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি মল্লারপুর হাসপাতালে ভর্তি থাকার রোগী এবং মালঞ্চি গ্রামের সাড়ে চারশ পরিবারের হাতে একই ধরনের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বীরভূমের পাশাপাশি রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গাতেও একই ধরনের সমাজ সেবামূলক কাজ করা হয় বুধবার বলে জানা যাচ্ছে।
Free food distribution on #NitaAmbani birthday by #RelianceFoundation pic.twitter.com/U8MIEREn5r
— BanglaXp Official (@BanglaXpBengali) November 2, 2023
নীতা আম্বানির জন্মদিনে এই বছর প্রথম এমন উদ্যোগ নেওয়া হল তা নয়। রিলায়েন্স ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার বিজয় সাহা জানিয়েছেন, রিলায়েন্স ফাউন্ডেশনের কর্ণধার নীতা আম্বানি প্রতিবছর তার জন্মদিনে এই ভাবেই সমাজের দুঃস্থ দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এমন নানান সামাজিক কাজ করে থাকেন। প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এই বছরও সেই একই কাজ করা হলো।