নিজস্ব প্রতিবেদন : উত্তরপ্রদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস (IMD)। সেই পূর্বাভাস অনুযায়ী হালকা বৃষ্টি হলেও খুব একটা দুর্যোগের মুখোমুখি হতে হয়নি দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের। মোটামুটি ভাবে ভালোই ভালোই কেটে গেছে সরস্বতী পুজো।
সরস্বতী পুজোর দিন সকাল থেকে আকাশ সেই ভাবে মেঘে ঢাকা না পড়লেও দুপুরবেলায় আচমকা মেঘে ঢাকা পড়ে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সরস্বতী পুজোর দিন রাতেও বিভিন্ন জেলায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলে। তবে এরই মধ্যে শুক্রবার থেকে ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস (Weather change south bengal)।
হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে তাতে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। যে সকল জেলার ক্ষেত্রে এমন পূর্বাভাস রয়েছে সেগুলি হল বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, হাওড়া, কলকাতার কিছু অংশ, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন ? Clear Sky Weather Update: পুজোর সময়েই বৃষ্টি! কখন কাটবে এই স্যাঁতসেঁতে আবহাওয়া
তবে বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে শুরু করবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এর পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে অফিসের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকে যাওয়ার কারণে সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছিল। সেক্ষেত্রে সেই তাপমাত্রার পারদ এখনকার থেকে কিছুটা হলেও কমবে। তবে বিশাল কমবে তা কিছু নয়। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে সেই ভাবে তাপমাত্রা পতন লক্ষ্য করা না গেলেও পশ্চিমের জেলাগুলিতে কিছুটা কমতে দেখা যাবে।