Clear Sky Weather Update: পুজোর সময়েই বৃষ্টি! কখন কাটবে এই স্যাঁতসেঁতে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদন : সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় মহা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস (IMD)। এই পূর্বাভাস হাওয়া অফিসের তরফ থেকে আগেই দেওয়া হয়েছিল। আর সেই পূর্বাভাসকে সত্যি করে সরস্বতী পুজোর প্রস্তুতির দিন থেকেই আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে দক্ষিণবঙ্গের (Saraswati Puja) বিভিন্ন জেলায়। আকাশ এইভাবে কালো মেঘে ঢাকা পড়ায় রীতিমতো ভারাক্রান্ত মন স্কুল পড়ুয়া থেকে যুবক যুবতীদের।

সরস্বতী পুজোকে এমনিতেই বাঙ্গালীদের ভ্যালেন্টাইনস ডে বলা হয়ে থাকে। আবার এই বছর একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। কিন্তু আকাশে কালো মেঘের ঘনঘটা দেখে ঘুম উড়েছে যুবক যুবতীদের। এমন পরিস্থিতিতে প্রত্যেকের মধ্যেই প্রশ্ন, কখন কাটবে এই কালো মেঘের ঘনঘটা? কখন কাটবে এমন স্যাঁতসেঁতে আবহাওয়া? কখন থেকে আকাশ পরিষ্কার (Clear Sky Weather Update) পাওয়া যাবে?

আবহাওয়া সংক্রান্ত এই সকল তথ্য জানার আগে চলুন দেখে নেওয়া যাক, সরস্বতী পুজোর দিন কোন জেলাকে কেমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া জেলা হালকা বৃষ্টির মুখোমুখি হয়েছে। এবার যদি সরস্বতী পুজোর দিনের দিকে তাকানো যায় তাহলে ঐদিন এই সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন 👉 Maa Saraswati Devi: সরস্বতী পুজো তো করেন, কিন্তু দেবীর জন্ম হয়েছিল কোন গ্রামে

দক্ষিণবঙ্গের এই সকল জেলায় সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সেই সকল জেলাগুলি হল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এরপর ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও ঐদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হওয়া অফিস। বৃহস্পতিবারের পর শুক্রবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিভিন্ন জেলায় কুয়াশার দেখা মিলতে পারে। ঐদিন থেকেই মোটামুটি আকাশ কিছুটা হলেও পরিষ্কার হওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে।